শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে জীবনের গোল এশিয়ার সেরা পাঁচে

ডেস্ক রিপোর্ট : [২] খেলোয়াড়রা মাঠে যতই নৈপূণ্য দেখাক না কেন প্রতিপক্ষের জালে বল জড়াতে না পারলে সেই নৈপূণ্যে পূর্ণতা পায় না।

ফুটবলের মূল উদ্দেশ্যই হচ্ছে গোল করা। তার প্রতিটি গোলোই রয়েছে নান্দনিকতা, চতুরতা এবং বীরত্বের প্রদর্শন।

[৩] ফুটবলে নানা ধরনের দর্শনীয় গোল দেখা যায়। কখনও দুরপাল্লার শটে, কখনও সেটপিস থেকে, কখনও ডিবক্সে চতুরতা দেখিয়ে আবার কখনও স্পটকিক থেকে পেনাল্টি, ফ্রিকিক বা কর্নার থেকে।

এসব বিচারে ২০১৯ এএফসি কাপে এমন পাঁচটি সেরা বুদ্ধিদীপ্ত গোলের তালিকা করেছে এএফসি। সেখানে আছে বাংলাদেশের ক্লাব আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের গোল।

[৪] ২০১৯ সালের ১৭ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের মিনারভা পাঞ্জাবের বিরুদ্ধে খেলা শুরুর ২০ মিনিটের মাথায় গোলটি করেন জীবন।

ওই ম্যাচে ঘরের মাঠে ১৬ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে আবাহনী। তবে চার মিনিট পরই হাইতির বেলফোর্টের পাসকে দারুণ ফ্লিকে গোল করেছিলেন জীবন।

[৫] ভারতীয় ক্লাবের গোলরক্ষক ও একজন ডিফেন্ডার বোকা বানিয়ে এই গোলটি করেন আবাহনীর স্ট্রাইকার। ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি।

জীবনের গোলটি ছাড়াও সেরা পাঁচে আর যাদের গোল মনোনীত হয়েছে - ইরাকের এরবিল ক্লাবের আমজাদ রাধি, জর্ডানের আল-ওয়েহদাত ক্লাবের বাহা ফয়সাল, উজবেক ক্লাব এএফসি নাসাফের লাটভিয়ান মিডফিল্ডার পেরেপ্লোটকিনস ও সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের হাফিজ নূর।

[৬] সেরা পাঁচ থেকে এখন সেরাদের সেরা হবার পালা। আগামী ২৩ জুলাই পর্যন্ত ভোট প্রদান করে ৫ জনের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করবেন দর্শকরা।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়