শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মো. শামসুল ইসলাম: করোনা চিকিৎসা এত সহজ!

মো. শামসুল ইসলাম: গতকাল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক Mohammad Tanzimuddin Khan এর সাথে কথা বলছিলাম। ড. তানজিম আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ। আমরা একসাথে BIISS এ চাকরি করেছি অনেকদিন।

কথায় কথায় জানলাম উনারা একটি সংগঠনের মাধ্যমে করোনা আক্রান্তদের সহায়তা দিয়েছেন। সে সংগঠনে বেশ কয়েকজন ডাক্তার আছেন। তারা এখন করোনা রোগীদের ফ্রী টেলিমিডিসিন সেবা দিচ্ছেন।

তিনি তার সংগঠনের এক ডাক্তারের কথা জানালেন। সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. হারুন উর রশিদ।

যে কারণে আমি ড. তানজিমের অনুমতি নিয়েই এই লেখাটি লিখছি তাহলো করোনা রুগীর চিকিৎসায় ডঃ হারুনের অভাবনীয় সাফল্য। তিনি শত শত করোনা এবং এর উপসর্গ বিশিষ্ট রোগীর চিকিৎসা করেছেন। ইভারমেক্টিন, ফেমোটিডিন আর ডক্সিসাইক্লিন দিয়ে। মোটামুটি সবাই এখন সুস্থ। সব খুবই কমদামি ওষুধ।

আমি উনার ট্রিটমেন্ট প্রটোকল দিয়ে দিচ্ছি। করোনার উপসর্গ দেখা মাত্রই অবশ্য উনার (কমেন্ট বক্সে দেয়া ওয়েবাসাইটে উনার ফোন নম্বর দেয়া আছে) বা অন্য ডাক্তারের পরামর্শে খেয়ে নেয়া ভালো । ঈদে সবাই গ্রামে যাবেন। এজন্য আমি ওষুধগুলোর নাম উল্লেখ করছি। যাতে ঘনিষ্ঠদের বলতে পারেন ওষুধগুলো কিনে নিজের কাছে রাখতে।

শিশু ও গর্ভবতী মহিলা বা জটিল রোগীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হবে। আমি ওষুধের ডোজ উল্লেখ করছি যাতে পরিমাণ মতো ওষুধ কিনে গ্রামে নিয়ে যেতে পারেন। টেলিফোনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

Tablet Ivermectin (6mg)
2+0+1 - for one day only

Cap Doxycycline (100 mg)
1+0+1 after meal for one day
0+0+1 after meal for 6 days

Tablet Famotidine (20mg)
1+0+1 for 14 days

Tablet Paracetamol
1+1+1 after meal if there is fever or body ache

সবই খুবই সাধারণ ওষুধ। আমি ওষুধগুলোর আসল নাম ব্যবহার করলাম। বিভিন্ন ব্রান্ডের ওষুধ পাওয়া যায়।

এছাড়া বাংলাদেশ মেডিকেলের ডঃ তারেক আলমের খুব সাম্প্রতিক একটি ভিডিও দেখলাম। তিনিও ইভারমেক্টিন ও ডক্সিসাইক্লিন প্রয়োগ করে শত শত রোগী সুস্থ করেছেন। তিনি জানালেন তার চিকিৎসায় কেউ মারা যায়নি।

ব্রাজিলে কিছু জায়গায় এবং অন্যত্র দেখলাম কর্তৃপক্ষ জনগণকে ইভারমেক্টিন বিতরণ করছে। এর ফলে ব্রাজিলের কিছু জায়গায় মৃত্যুহার অনেক কমে এসেছে।

আমাদের মিডিয়ার উচিৎ এধরণের সস্তা চিকিৎসা পদ্ধতি এবং ডাক্তারদের সম্পর্কে জনগণকে বেশি জানানো। বিশেষত দরিদ্রদের কথা চিন্তা করে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়