শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[ ১] কোভিড-১৯ কালীন প্রবাসীদের অবস্থা সম্পর্কে দেশবাসীকে জানাতে নিয়মিত ব্রিফিংয়ের পরামর্শ

মনিরুল ইসলামঃ [২] কোভিড-১৯ এর সময় পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরাদের অবস্থা সম্পর্কে আপডেট দেশবাসীকে জানাতে নিয়মিত প্রেস ব্রিফিং করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠক থেকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

[৩] আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির ১৩তম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মুহাম্মদ ফারুক খান। বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মােমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক, নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল (জন) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] কমিটি সূত্র জানায়, বৈঠকে কোভিড-১৯ এর আন্তর্জাতিক পরিস্থিতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ, করোনায় প্রবাসীদের অবস্থা ও বিদেশে বাংলাদেশি মিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় করোনাকালে প্রবাসীদের চাহিদা অনুযায়ী সকল ধরণের সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে জনগণের সামনে প্রয়োজনীয় তথ্যগুলো তুলে ধরার জন্য বলা হয়। এছাড়া বেঠকে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। এসময় সৌদি আরব, ব্রুনাই ও নেপালে নবনিযুক্ত রাষ্ট্রদূতরা আলােচনায় অংশ নেন।

[৫] বৈঠকে মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়