শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বগুড়ায় মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: [২] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র পৃথক পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ১০ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার জেলা সদর ও সোনাতলা উপজেলায় মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র একটি টিম বগুড়া সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

[৪] এ সময় সন্দেহ হলে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি সাদা রংয়ের প্রাইভেট কার (যশোর-খ-১১-০০৬৯) থামানো হয়। তখন কারের পেছনে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

[৫] গ্রেপ্তাকৃত তিন মাদক ব্যবসায়ী হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুরের মোজাম্মেল হকের ছেলে আব্দুল বারী (৪৫), পূর্ব ফতেহপুরের মোকছেদ আলীর ছেলে নাহিদ আহম্মেদ ফারুক (৩৫) এবং মধ্যম মাগুরিয়ার মৃত সৈয়ব উল্লাহ ব্যাপারীর ছেলে মোহাম্মদ আলী (৫৫)। ১০০পিস ইয়াবাসহ বগুড়ার নাটাইপাড়ার মৃত আব্দুল হামিদ খানের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও সালামের মেয়ে শারমিন আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়।

[৬] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম এ প্রতিবেদক-কে বলেন, মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ১০ জনের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়