সমীরণ রায় : [২] গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, ইতালি থেকে যেসব প্রবাসী বাংলাদেশে ফিরে এসেছেন, তারা রিজেন্ট কিংবা জেকেজি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করেননি। তারা অন্য হাসপাতালে পরীক্ষা করেছেন। তার মানে, অন্যান্য হাসপাতালেও টেস্টের ভূয়া রিপোর্ট দেওয়া হচ্ছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এর দায় সরকারকে নিতেই হবে।
[৩] তিনি দুর্নীতির চিত্র তুলে ধরে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন।
[৪] বৃহস্পতিবার সচিবালয়ের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘সব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে দুর্নীতির রাঘব বোয়ালদের গ্রেপ্তার এবং স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব