রাশিদ রিয়াজ : [২] চারদিনের মধ্যে পুরো ইসরায়েল জুড়ে লকডাউন জারি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন কোভিড প্রাদুর্ভাব অব্যাহতভাবে বিস্তার হচ্ছে বলে আগামী দুদিনের মধ্যে আরো কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। জেরুজালেম পোস্ট
[৩] ইসরায়েলে ১০ জনের বেশি লোক একত্রিত হওয়া যাবে না। সৈকত, সিনাগগ ও ইয়েশিভট বন্ধ করে দেয়া হয়েছে। যানবাহন কমানো হয়েছে। রেস্টুরেন্ট থেকে শুধু খাবার সরবরাহ করা হচ্ছে।
[৪] এতেও কাজ না হলে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী যুলি এহেলস্টেইন বলেছেন পুরো ইসরায়েল লকডাউন করে দেয়া হবে।
[৫] ইসরায়েলে বেকারত্ব জুনের মাঝামাঝি এর আগের মাসের চেয়ে দ্বিগুণ ছাড়িয়ে ৭.৬ শতাংশে পৌঁছেছে। সেন্ট্রাল ব্যুরো স্টাটিক্স বলছে ইসরায়েলি নাগরিকদের আয় অর্ধেক হ্রাস পেয়েছে।
[৬] বিভিন্ন খাতের ১৪’শ ব্যবসায়ীদের মধ্যে পরিচালিত এক সমীক্ষা বলছে প্রযুক্তি ও পরিবহন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল্যস্ফীতি উঠেছে ৭ শতাংশে।
[৭] ইসরায়েলের ওয়ার্ল্ড মেডিকেল এ্যাসোসিয়েশনের প্রধান অধ্যাপক লিওনেদ এডিলম্যান বলেছেন সরকার সময় নষ্ট করেছে এবং কোভিড প্রথমবার বিস্তারের সঙ্গে সঙ্গে চিকিৎসার যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। সরকারের ব্যর্থতার কারণেই দ্বিতীয় ধকল সামলাতে হচ্ছে।
[৮] সাড়ে ৮ লাখ ইসরায়েলি যুবক বেকার, ভকেশনাল প্রশিক্ষণে ৬৬ মিলিয়ন নিস চাহিদার বিপরীতে মিলেছে এক তৃতীয়াংশ ইসরায়েলি মুদ্রা। ৫০ মিলিয়ন পেলে বেকারত্ব ১ শতাংশ হ্রাস করা যেত।