শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংকপাড়ায় হাইপ্রোফাইল ছিনতাইকারি

শরীফ শাওন : [২] গত এক মাসের ছিনতাইর ঘটনা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে, মতিঝিল ব্যাংকপাড়ায় ছিনতাই টার্গেট কমপক্ষে ২৫ লাখ টাকা। সুবিধাজনক স্থানে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ব্যারিকেড দিয়ে চলে ছিনতাই । সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়। এর মধ্যে আটক করা দুজন আইশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাজধানীতে শুধু জুন মাসে ১২টি ছিনতাই করেছে। ২০১৪ সাল থেকে গত মাস পর্যন্ত ১০ কোটি টাকার বেশি ছিনতাই করেছে। ডিবিসি নিউজ

[৩] ৩০ জুন দিলকুশা বাণিজ্যিক এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে বড় অংকের টাকা তোলেন একজন গ্রাহক। টাকা নিয়ে উঠেন লাল প্রাইভেট কারে। ব্যাংকে থাকাকালীন সময় তাকে টার্গেট করে অপর এক ব্যক্তি সাদা প্রাইভেট কারে তার পিছু নেয়। মোহাম্মদপুরের তাজমহল রোড পর্যন্ত গিয়ে ব্যারিকেড দিয়ে গাড়ি থামায়। সাদা প্রাইভেট কার থেকে গোয়েন্দা পুলিশের পোশাক পরা লোক নেমে টাকাসহ অর্থ উত্তোলনকারীকে নিজ গাড়িতে তুলে নেয়। পরে ৩০০ ফিট এলাকায় তাকে নামিয়ে দেয়। এ বিষয়ে ভুক্তভোগী মামলা করলে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়।

[৪] তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, গাড়ির নাম্বারসহ মুন্সিগঞ্জ ডিবির ড্রেস পেলাম। মুন্সিগঞ্জ এসপির সঙ্গে কথা হলে তিনি জানান, সেখান থেকে কোন টিম ঢাকা আসেনি।

[৫] তিনি বলেন, এসকল ছিনতাকারীদের কাজের অধিকাংশ ক্ষেত্র মতিঝিল ব্যাংকপাড়া। হাই প্রোফাইলের ছিনতাই করে, এদের একজন ফ্রান্সের নাগরিক। তিনি আরও বলেন, তাদের সঙ্গে কোন ব্যাংক কর্মকর্তা জড়িত আছে কিনা সে ব্যাপারেও নজরদারি চলছে।  সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়