শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: শাজাহান সিরাজের পরে আর কেউ তেমন করে বন ও পরিবেশ বিষয়টাই বুঝলো না

আরিফ জেবতিক: পরিবেশ নিয়ে গর্ব করার মতো একটি ব্যাপার আছে বাংলাদেশের। আপনি জানেন কি, বাংলাদেশ হচ্ছে বিশ্বের প্রথম দেশ যে দেশ পলিথিনের শপিং ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজকাল লন্ডনে গেলে দেখি পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে তারা নানান কর্মসূচি নিচ্ছে। শপিং ব্যাগ এখন ফ্রি দেয় না, কিনতে হয়। দুনিয়ার অন্যান্য দেশও পলিথিনের বিরুদ্ধে সচেতন হওয়া শুরু করেছে ইদানীং। কিন্তু আজ থেকে ১৮ বছর আগে বিশ্ব যা চিন্তা করেনি সেটি করে দেখিয়েছে বাংলাদেশ। পলিথিন ব্যাগ স্রেফ শক্তভাবে ঘোষণা দিয়ে বন্ধ করে দেয়া হয়। এই সাহসী ও অনেক এডভান্স কাজটি যিনি করেছিলেন, তার নাম শাজাহান সিরাজ। তখনকার ৪ দলীয় জোটের বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই তিনি এই কাজটি করেন। শাজাহান সিরাজ আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, দেশ থেকে টু স্ট্রোক ইঞ্জিন বন্ধ করে দিয়ে। আপনারা যারা কুড়ি বছর আগে ঢাকায় ছিলেন, নিশ্চয়ই ভুলে যাননি সেই অসহনীয় বায়ু দূষণের কথা। টু স্ট্রোক টেম্পু, মোটরসাইকেল আর বেবিটেক্সিতে তেল পুরোপুরি পোড়ে না। সেই আধপোড়া তেল-মবিলের ধোঁয়ায় চোখে জ্বালাপোড়া করত, নাক দিয়ে পানি পড়ত। চিন্তা করুন, সেই সময়ে যদি টু স্ট্রোক বন্ধ করা না হতো, তাহলে এই কুড়ি বছর পরে ঢাকার আবহাওয়া আরো কতো জঘন্য হতো।

দুঃখ একটাই, শাজাহান সিরাজের পরে আর কেউ তেমন করে বন ও পরিবেশ বিষয়টাই বুঝলো না। পলিথিনের ব্যাগ এখন আবার চালু হয়েছে। রাস্তাঘাটে, ড্রেনে-খালে-সমুদ্রে শুধু পলিথিন আর পলিথিন। প্লাস্টিকের চর্চা এমনভাবে বেড়েছে যে এখন প্লাস্টিকের ঝাড়–-বদনা-ডালা-কুলা-খেজুর গাছের রস সংগ্রহের ঠিলা পর্যন্ত প্লাস্টিক দিয়ে বানানো হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মের কী হবে, সেটা নিয়ে ভাবার, বুঝার মতো লোক এখন আর নেই। (একজন তো ভেবেছে এটা মুরাদ টাকলার ‘ইধহ ঘফ চড়ৎরনবংয’ বা সংক্ষেপে বিএনপি। উনি মনোযোগ দিয়ে বিএনপিরে গালি দিয়াই তার মন্ত্রীত্ব হালাল করে গেছেন) যদি পরিবেশ রক্ষায় শাজাহান সিরাজের যোগ্য উত্তরসূরী পাওয়া যেতো, তাহলে এতোদিনে বাংলাদেশের পরিবেশটা আরেকটু ভালো হতো। শাজাহান সিরাজ মারা গেছেন। আল্লাহ তাকে তার যোগ্য পুরস্কার দিন। আমিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়