শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারছেন না প্রধান দুই বিরোধী নেতা, ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ২৫০

সিরাজুল ইসলাম : [৩] সাবেক ব্যাংকার ভিক্টর ব্যাবারিকোকে গত মাসে অপরাধ মামলায় গ্রেপ্তার করা হয়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এছাড়া প্রযুক্তি পণ্য কোম্পানির কর্ণধার ভেলেরি টিসেপকালোর মনোনয়নপত্র বাতিল করা হয় স্বাক্ষরে মিল না থাকায়। মঙ্গলবার নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়ার পরই রাজধানী মিনস্কের রাস্তায় কয়েকশ’ মানুষ বিক্ষোভ করেন। অন্য শহরগুলোতেও বিক্ষোভ হয়েছে। পুলিশ ২৫০ জনকে গ্রেপ্তার করে। বুধবার তাদের বিরুদ্ধে অপরাধ আইনে মামলা করা হয়েছে। আলজাজিরা

[৪] ভিক্টর ব্যাবারিকো ও ভেলেরি টিসেপকালো দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাসেনকোর প্রধান প্রতিদ্বন্ধি। ৯ আগস্ট দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৫] চলমান কোভি-১৯ পরিস্থিতিতে দেশটির জনগণ হতাশ। এ কারণে আলেকজান্দারের জনপ্রিয়তায় ধস নেমেছে। অন্যদিকে ভিক্টর ও ভেলেরির জনপ্রিয়তা বেড়েছে।

[৬] লুকাসেনকো ২৬ বছর ধরে দেশ শাসন করছেন। তার শাসনামলে ভিন্নমত প্রকাশের খুবই কম সুযোগ রয়েছে।

[৭] বেলারুশে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দল বলেছে, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত মর্যাদা হানিকর এবং নির্বাচন কমিশন গণতান্ত্রিক চেহারা হারাবে। জবাবে বুধবার লুকাসেনকো বলেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ শিখতে হবে না। আপনারা গণতন্ত্র শেখানোর আভাস দিচ্ছেন; কিন্তু রাস্তায় সংঘর্ষ গণতন্ত্র নয়। আমরা কিভাবে বাঁচব, তা আঙ্গুল তুলে বলবেন না। আমরা আইনী পথেই দেশ রক্ষা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়