শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পদ্মায় তীব্র স্রোতে ফেরী চলাচল ব্যাহত, দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] পদ্মায় ফেরী চলাচল ব্যাহত হবার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে আটকা পড়েছে শতশত যানবাহন। ঘন্টার পর ঘন্টা আটকে থাকার কারণে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

[৩] গোয়ালন্দ মোড়ে আটকে পড়া ট্রাক চালকরা অভিযোগ করে বলেন, এই সময় পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে প্রবল স্রোতের সৃষ্টি হয়। ফেরী চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগে। যে কারণে দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

[৪] অনেক ট্রাক চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান ৪৮ ঘন্টার অধিক সময় ধরে আটকা পড়ে রয়েছে। বিশেষ করে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর সড়কের মাঝ পথে কয়েকশত ট্রাক আটকা থাকার ফলে তাদের খোলা আকাশের নীচে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। যে কারণে খাদ্য সংকট এবং টয়লেট সমস্যা প্রকট আকার ধারণ করছে। এছাড়া অনেক ট্রাক চালক দালালদের সহায়তা এবং পুলিশকে ম্যানেজ করে আগে পার হয়ে যাচ্ছে।

[৫] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র দৌলতদিয়া প্রান্তের ফেরী ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বুধবার দুপুরে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৩টি ফেরী চলাচল করে। যার মধ্যে ৬টি বড় ফেরী রয়েছে। প্রবল স্রোতের কারণে ফেরী চলাচল ব্যাহত হওয়ার কারণে যানবাহন আটকা পড়েছে।

[৬] রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র চন্দ্র পাল বলেন, ফেরী চলাচল ব্যাহত হবার কারণে কিছু ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়েছে। তবে দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড়ে কিছু দালাল রয়েছে। তাদেরকে নির্মূলের ব্যাপারে পুলিশ কাজ করছে। তাছাড়া পুলিশের কোন সদস্য যদি অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়