শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশাল কলেজের নাম পরিবর্তন ইস্যুতে উত্তপ্ত বরিশালের রাজপথ

মামুন-অর-রশিদ: [২] ঐতিহ্যবাহী সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে রাজপথে মুখোমুখি দু’গ্রুপ। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে একই সময়ে পাশাপাশি দুটি কর্মসূচী পালিত হয়েছে।

[৩] বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাত্মা অশ্বিনী কুমার দত্তকে যথাযোগ্য মর্যাদা দিয়ে অবিলম্বে সরকারী বরিশাল কলেজকে ‘মহাত্মা অশ্বিনী কুমার সরকারী কলেজ নামে সুপারিশ বাস্তবায়ন করার দাবীতে রিক্সা শ্রমীক, বাস্তহারা ও একদল শিশুদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

[৪] এদিকে নাম অপরিবর্তিত রাখার দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সরকারী বরিশাল কলেজের সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তবে ব্যাপক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবেই এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

[৫] সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবী ও গণ স্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল কলেজের সাবেক ভিপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গির হোসেন, বরিশাল ‌‌‌‌‍‍‍‍ল’ কলেজের সাবেক ভিপি ও বিসিসি প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন , সাবেক শিক্ষার্থী বিসিসি কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি, হাসান মাহমুদ বাবু, ইমরুল আহমেদ উজ্জল, জিয়াউর রহমান জিয়া, রাজিব খান, মোস্তাফিজুর রহমান অনিকসহ বিভিন্ন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ।

[৬] অপরদিকে সমাজতান্ত্রিক দর (বাসদের) ব্যানারে আয়োজন করা বিক্ষোভ সমাবেশে জেলা আহবায়ক ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক ডাঃ মনীষা চক্রবর্তী, মাক্সবাদী নেতা সাইদুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদক দুলাল মজুমদার, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সভাপতি সম্পা দাস, ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাসসহ বিভিন্ন বাম সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ।

[৭] এর আগে গত মঙ্গলবার শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মানবেন্দ্র ব্টব্যালকে আহবায়ক, উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট সরকারী বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটি করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়