শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে তিন বিষয়ে ১ লাখ স্কলারশিপ দেয়ার ঘোষণা গুগলের

দেবদুলাল মুন্না:[২] এ ঘোষণা গুগল কর্তপক্ষ গতকাল নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইটে দিয়েছে। খবর, টেকডটনেট ও টেকশ্যর। যে তিনটি বিষয়ে স্কলারশিপ দেবার ঘোষণা দিয়েছে গুগল সেগুলো হলো, ডেটা অ্যানালিটিক্স, প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনের উপর।

[৩] গুগল অনলাইনে তিন বিষয়ের ক্লাস এবং উত্তীর্ণদের সার্টিফিকেট দিবে।আগস্টের ২ তারিখ থেকে শুরু হবে নিবন্ধন। গুগলওয়ার্কশপডটনেট এ নিবিন্ধিত হতে হবে এ সময়সীমার মধ্যে। যারা এতে অংশগ্রহণ করতে আগ্রহী তাদের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন হবে না। এগুলো তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

[৪] নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে এই আয়োজনে। আর গুগলের পার্টনার হিসেবে থাকছে, ভেটেরানস এবং আন্ডার রিপ্রেজেন্টেড আমেরিকা।

[৫] এর জন্য সব কোর্স অফার করা হবে অনলাইন প্লাটফর্ম কোরসেরা থেকে।গুগলের ভাইস প্রেসিডেন্ট লিসা গেভেলবার বলেন, এটি গুগলের জন্য কোনো রাজস্ব আয়ের অংশ নয়।লিসা গুগলের প্রকল্প ‘গ্রো উইদ গুগল’ এবং গুগল ফর স্টার্টআপ অ্যান্ড সার্ভিস ফর কোম্পানির লিড হিসেবে আমেরিকান অঞ্চলের বিপণন বিভাগ সামলাচ্ছেন।এখানে কোরসেরা প্লাটফর্মেরও নিজস্ব কিছু খরচ রয়েছে। বর্তমানে তা প্রতি মাসে ৪৯ মার্কিন ডলার। কিন্তু আমরা চাই যারা এটা করতে চাইবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে। মার্কিন প্রযুক্তি জায়ান্টটি এই প্রকল্পে এক লাখ জনকে স্কলারশিপ সার্টিফিকেট প্রোগ্রামে বড় ধরনের অর্থ ব্যয় করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়