শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন ১৬৭ জনের কোভিড শনাক্ত

জুয়েল বড়ুয়া : [২] এর মধ্যে নগরীতে ১০৯ ও ৫৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৯৩১ জনে।

[৩] বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৪] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭ জন, শেভরণ ল্যাবে ৫০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০৫ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে।

[৫] ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৯৬৫ টি। এর মধ্যে ৮৬ টি বিআইটিআইডিতে, ১৫০ টি সিভাসুতে, ২০৫ টি চমেকে, ১৯০ টি চবিতে,১৭৬ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১৩৫ টি শেভরণ ল্যাবে এবং ২৩ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

[৬] এছাড়া উপজেলা পর্যায়ে নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে লোহাগাড়ার ১, বাঁশখালীর ৪, আনোয়ারার ১, চন্দনাইশের ৫, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১১, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ৫, মিরসরাইয়ের ১০ ও সীতাকুণ্ডে ২ জন আছেন।

[৭] শেষ খবর পাওয়া পর্যন্ত ট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৪৩০ জন।

সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়