মিনহাজুল আবেদীন : [২] রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরও বলেন, সচেতন থাকতে হবে, কারণ যাতে এ ধরনের ভুল আর না হয়। সে বিষয়ের ওপর নজর রাখতে হবে। তাহলে কোনো ধরনের অনিয়ম হবে না। জনগণের কাঙ্খিত লক্ষ পূরণ হবে।
[৩] ৫০ লাখ পরিবারের ডাটাবেজ তৈরি করতে হবে। তবে ন্যাশনাল আইডি কার্ডের পুরো নাম থাকতে হবে। তাহলে একই ব্যক্তি দুবার টাকা নিতে পারবে না। কাউকে সন্দেহ হলে, তার তথ্য যাচাই-বাছাই করা যাবে। যদি এটা বাস্তবায়ন করা যায়, তাহলে সব ধরনের ভুলভ্রান্তি দূর হবে। কেউ দুর্নীতি করতে পারবে না।
[৪] এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, আইডিয়া নিয়ে ডাটাবেজ তৈরি করতে হবে। প্রত্যেক উপজেলায় একজন লোক নিযুক্ত করতে হবে। তাদের প্রশাসনের লোক দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।