শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৪:৩৬ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহান সিরাজের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি

শাহানুজ্জামান টিটু : [২] গুলশানের বাসায় লাশবাহীর অ্যাম্বুলেন্সের রাখা মরদেহের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতি শ্রদ্ধা জানান । এই সময়ে কাঁচঘেরা মরদেহের সমানে তিনি কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে ছিলেন তিনি।

[২] মঙ্গলবার রাতে শ্রদ্ধ্যা নিবেদনের সময় চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের ছেলে আবেদ আহমেদ প্রমূখ ছিলেন।

[৩] পরে বিএনপি মহাসচিব বলেন, তার(শাজাহান সিরাজ) এই চলে যাওয়াটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূণ্যতা সৃষ্টি করলো। এই শূণ্যতা পুরণ হবার নয়।

[৪] আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শোক জানাচ্ছি এবং আল্লাহ তা‘লার কাছে দোয়া করছি তিনি যেন তাকে বেহেস্ত নসিব করেন।‌

[৫] মির্জা ফখরুল তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ইতিহাস তুলে ধরে বলেন, জনাব শাহজাহান সিরাজ বাংলাদেশের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধে অন্যতম নায়ক ছিলেন তিনি। দীর্ঘকাল তার শৈশব থেকে কৈশোর এবং ছাত্র অবস্থাতে এদেশের স্বাধীনতার জন্য তিনি সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন।

[৬] এর আগে মির্জা ফখরুল গুলশানের ২৩ নং সড়কের ২৮ নম্বর বাসা গিয়ে প্রয়াত নেতার স্ত্রী রাবেয়া সিরাজের সাথে কথা বলেন এবং তাকেসহ পরিবারের সদস্যদের সাত্বনা দেন।

[৭] এ সময়ের তার কন্যা ব্যারিস্টার শুক্লা সিরাজ ও জামাতা ওমর সাহাদাত উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়