শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষেপণাস্ত্রের তথ্য বিক্রি করায় ইরানে মার্কিন গুপ্তচরের ফাঁসি কার্যকর

সিরাজুল ইসলাম : [২] তার নাম রেজা আসগারি। মঙ্গলবার দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল সাংবাদিকদের এ তথ্য জানান। বিবিসি

[৩] গোলাম হোসেন বলেন, রেজা আসগারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস বিভাগে কাজ করতেন। ২০১৬ সালে তিনি অবসরে যান। পরে তার কাছে থাকা ক্ষেপণাস্ত্র তৈরি সংক্রান্ত সব তথ্য সিআইএ’র কাছে বিক্রি করে দেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে তাকে কবে গ্রেপ্তার করা হয়েছিলো, তা তিনি বলেননি।

[৪] তিনি বলেন, দেশের নিরাপত্তা হলো রেড লাইন। এই নিরাপত্তা বিপদের মুখে ঠেলে দিলে বিচার বিভাগ পদক্ষেপ নেবে।

[৫] আসগারির ফাঁসি কার্যকরের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়নি মার্কিন কর্মকর্তারা। গত বছরের জুলাইয়ে ইরানেরে গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, তাদের পরমাণু ও সামরিক খাতের তথ্য সিআইএ’র কাছে সরবরাহ করায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কয়েকজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে তাদের নাম তিনি বলেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বক্তব্যকে ‘পুরোপুরি মিথ্যা’ বলেছেন।

[৬] গত মাসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঠিকাদার জালাল হাজিজাভারকে ফাঁসি দেয়া হয়। তিনি সিআইএ’র কেনা গুপ্তচর ছিলেন বলে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়