শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহান সিরাজের মৃত্যু জাতির অন্তরাত্মায় ক্ষতের সৃষ্টি করে গেলো: আ স ম রব

শাহানুজ্জামান টিটু: [২] বীর সংগ্রামী শাজাহান সিরাজের মৃত্যুতে তাঁর সহযোদ্ধা স্বাধীন বাংলার পতাকা উত্তোলক আ স ম রব গভীর শোক প্রকাশ করে বলেন জাতিরাষ্ট্র বিনির্মাণের অন্যতম কারিগর, স্বাধীনতার ইশতেহার পাঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, মুক্তিসংগ্রামের বীর সিপাহসালার শাজাহান সিরাজ আমাদের জাতির অস্তিত্বের অংশ।

[৩] শাজাহান সিরাজের মৃত্যুতে আ স ম আবদুর রব শোকবাণীতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

[৪] রব বিবৃতিতে বলেন, শাজাহান সিরাজ ছাত্রলীগের রাজনীতিতে অসম সাহসিকতা ও সংগ্রামী হিসাবে ছাত্র-যুবসমাজকে সংগঠিত ও তাদের মাঝে স্বাধীনতার মন্ত্র ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখেন।

[৫] তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার সাথে তিনি সিরাজুল আলম খানের স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সাথে যুক্ত হন। ফলে সিরাজুল আলম খানের নির্দেশে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নির্বাচনের পরিকল্পনায়ও শাজাহান সিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

[৬] রব বলেন, ১৯৭১ সালের ঐতিহাসিক ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এক বিশাল জনসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। সেই ঐতিহাসিক সমাবেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা ও কর্মসূচি প্রকাশ করা হয়। নিউক্লিয়াস প্রণীত ইশতেহার শাজাহান সিরাজ পাঠ করার মধ্য দিয়ে নিজেকে ইতিহাসের স্বর্ণোজ্জ্বল অধ্যায়ে সংযুক্ত করেন।

[৭] তিনি বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের তাগিদে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন ও সংগ্রাম আন্দোলনেও বিশাল ভূমিকা গ্রহণ করেন। যৌবনের বহু সোনালী দিন শাহজাহান সিরাজ দেশমাতৃকার জন্য কারাগারে কাটিয়েছেন।

[৮] শাহজাহান সিরাজ আমার আন্দোলন সংগ্রামের সাথী, আমার অনুভূতি আমার চেতনার অংশ। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। যতদিন আমাদের স্বাধীনতা, জাতির অস্তিত্ব, পতাকা ও জাতীয় সংগীত থাকবে ততদিন শাহজাহান সিরাজ বেঁচে থাকবেন সকল বাঙ্গালীর হৃদয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়