শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্ট কলেজ-বিশ্ববিদ্যালয়ের নামে জাল সার্টিফিকেট দিতেন সাহেদ 

সুজন কৈরী : [৩] মঙ্গলবার দুপুরে র‌্যাব সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহিনীর আইন ও গণমাধ্যাম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ আরও বলেন, সাহেদের প্রতারণার বিষয়টি এমন একটা জগতে নিয়ে গেছেন, যা আমাদের যে কারোরই ভাবনারও অতীত। প্রতারণাকে কিভাবে ব্যবহার করে সরল সহজ সাধারণ মানুষের সঙ্গে ঠকবাজি করে একটা পর্যায়ে আসা যায়, সেটা সাহেদ ভালোভাবে জানেন। তিনি একটা অনন্য দৃষ্টান্ত। প্রতারণা জগতে সাহেদ আইডল।

[৪] র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সাহেদের প্রতারণার বিষয়ে প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ আসছে। সর্বশেষ আমাদের কাছে আসা অভিযোগটি হলো রিজেন্ট কলেজ-ইউনিভার্সিটি সংক্রান্ত। যেখান থেকে অনেক জাল সার্টিফিকেট তিনি দিয়েছেন। যার ফলে অনেক শিক্ষার্থীর জীবনের মূল্যবান সময় অপচয় হয়েছে। অনুমোদনবিহীন যে সার্টিফিকেট তাদেরকে দেয়া হয়েছে, সেই সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীরা শুধু শিক্ষা জীবনই নয়, নিজের ব্যক্তি জীবনও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৫] আমরা জেনেছি সাহেদ গানম্যান নিয়ে চলাফেরা করতেন। তার ৫ থেকে ৭ জনের গানম্যানের একটি টিম ছিলো। টিমের যারা অস্ত্র ব্যবহার করতেন, তাদের সম্পর্কেও অভিযোগ পেয়েছি। অস্ত্রের উৎস ও বৈধতাসহ সামগ্রীক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

[৬] চেক জালিয়তির ক্ষেত্রে সাহেদ করিম যে অনন্য পন্থা অবলম্বন করেছেন, তা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তাদেরও বিস্মিত করেছে। যে পন্থায় সাধারণত চেক জালিয়াতি হয়ে থাকে, সাহেদ সেই পন্থায় না গিয়ে একই তিনি একটি বৈধ চেকে অবৈধ স্বাক্ষর করেছেন। যে স্বাক্ষর ব্যাংকে রয়েছে, সেই স্বাক্ষর না করে বিভিন্নভাবে অন্য স্বাক্ষর দিয়েছেন। ফলে তার দেয়া সব চেকই ডিজঅনার হয়েছে।

[৭] সাহেদের মতো প্রতারণায় অন্য যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে জানিয়ে র‌্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ বলেন, সাহেদকে গ্রেপ্তারে দেশের সব জায়গায় অভিযান চালানো হচ্ছে। তার শ্বশুড় বাড়ি মৌলভীবাজারেও অভিযান চালানো হয়েছে। তবে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি যেন দেশত্যাগ করতে না পারেন সেজন্য ইমিগ্রেশন পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলছে। সাহেদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেহেতু বৈধভাবে তার দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। যেতে হলে অবৈধভাবে যেতে হবে। তবে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়