শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক থেকে দেড় মাসের মধ্যেই উৎপাদনে যাচ্ছে কোভিড ভ্যাকসিন : যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল : [২] ট্রাম্প প্রশাসনের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন, গ্রীষ্মের শেষ নাগাদই টিকা তৈরির জন্য প্রস্তুত আছেন উৎপাদকেরা। ২০২১ এর জানুয়ারির মধ্যেই ৩০ কোটি ডোজ টিকা তৈরির জন্য প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। সিএনবিসি।

[৩] তবে উৎপাদন প্রস্তুতি থাকলেও কোন ভ্যাকসিনটি তৈরি হবে সেই ব্যাপারে নিশ্চিত নয় দেশটি। তবে সবচেয়ে বেশি সম্ভাবনাময় ধরা হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনটিকেই। কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে সঠিক ভ্যাকসিনটিকেই বেঁছে নেয়া হবে।

[৪] সেই কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে এই তালিকা আরও দীর্ঘ হবে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণও সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিৎ করা হয়েছে উৎপাদন ক্ষেত্রের।

[৫] ট্রাম্প প্রশাসন চারটি কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিকে অপারেশন র‌্যাপ স্পিড প্রোগ্রামের আওতায় আর্থিক সহায়তা করেছে। প্রশাসনের পক্ষ থেকে উৎপাদন কারখানার সুবিধা বাড়ানো ও কাঁচামাল সংগ্রহে কোম্পানিগুলোকে সাহায্য করা হচ্ছে।

[৬] কয়েক মিলিয়ন থেকে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসন, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স।

[৭] এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রিজেনেরন ফার্মাসিউটিক্যাল নামের একটি কোম্পানির সঙ্গে কোভিড-১৯ থেরাপি উদ্ভাবনের জন্য ৪৫ কোটি ডলারের চুক্তি হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে এর পরীক্ষামূলক প্রয়োগের ফল পাওয়া যাবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়