শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা মেডিকেল কলেজ হাপসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : [২] সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

[৩] মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত অমূল্য রতনের ছেলে করোনা আক্রান্ত প্রসাদ কুমার মজুমদার (৬০) ও কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের শেখ নুর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম (৪০)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান।

[৪] সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা.রফিকুল ইসলাম জানান, গত ১০ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেকিলে কলেজ হাসপাতালের ভর্তি হন করোনা আক্রান্ত প্রসাদ কুমার মজুমদার । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান। গত কাল সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে তিনি আরো জানান।

[৫] এদিকে, করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে গতকাল (১৩ জুলাই) মঙ্গলবার দুপুরে ভর্তি হন রপিখুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনিও মারা যান।
মেডিকেল তত্বাবধায়ক ডা.রফিক আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ সৎকার ও দাফন করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

[৬] এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়