শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের, উৎস খুঁজতে চীনে পৌছেছে হু এর বিশেষ দল

ইয়াসিন আরাফাত : [২] বিশেষজ্ঞদের পৌছানোর খবর নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং। জানা গিয়েছে, নতুন করে করোনা ছড়িয়ে পড়ার উৎস খুজতেই এসেছেন তারা। এই বিশেষজ্ঞদের দল অন্য অঞ্চল এমনকি অন্য দেশেও এই ধরনের খোঁজ চালাতে পারেন।

[৩] সিজিটিএন-এর খবরে বলা হয়েছে, হু এর পক্ষ থেকে আসা এই দুই বিশেষজ্ঞ চীনা বিজ্ঞানী ও চিকিৎসক বিশেষজ্ঞদের সাথে সহযোগিতা করবেন এবং তাদের সঙ্গে করোনা নিয়ে আলোচনা করবেন। তবে চীনে তাঁরা কোথা থেকে কোথায় যাবেন, সে সম্পর্কিত কিছু বলা হয়নি।

[৪] উল্লেখ্য, হুয়া বলছে, হু বিশ্বাস করে যে ভাইরাসের উৎস সন্ধান করা একটি ধারাবাহিক এবং বিকাশমান প্রক্রিয়া, যার মধ্যে একাধিক দেশ এবং অঞ্চল জড়িত থাকতে পারে। তাই হু অন্যান্য দেশ ও অঞ্চলে প্রয়োজনমতো একই রকম পরিদর্শন করবে।

[৫] হু প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াস গত মাসেই জানিয়েছিলেন, এই ভাইরাএর উৎস জানা খুব গুরুত্বপূর্ণ। হু মনে করে উৎস জানা গেলে এর ভ্যাকসিন আবিষ্কার করা অনেক সহজ হবে।

[৬] প্রসঙ্গত, বিজ্ঞানীরা অনুমান করেছেন ২০১৯ সালের ডিসেম্বরে সম্ভবত এই ভাইরাস চিনের উহানে একটি প্রাণী বাজার থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে। এরপর তা সারা বিশ্বে মারণ রূপ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়