শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক

শিমুল মাহমুদ : [২] দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ 'যমুনা গ্রুপের' চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

[৩] শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের শিল্প উন্নয়নে নুরুল ইসলামের বিশাল ভূমিকা রয়েছে। একজন কৃতি ব্যবসায়ী হিসাবে তিনি মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজসেবামূলক নানা জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রাখেন। বিশেষ করে তিনি তার মেধা দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও মানুষের কর্মসংস্থান তৈরিতে আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। তার হাতে প্রতিষ্ঠিত যমুনা শিল্প গ্রুপে ৫০ হাজার মানুষ কাজ করছেন।

[৪] গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সই করা শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ার এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির কারিগর ছিলেন নুরুল ইসলাম বাবুল।

[৫] ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুম নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

[৬] উল্লেখ, করোনা আক্রান্ত নুরুল ইসলাম বাবুল সোমবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দৈনিক যুগান্তর ও যমুনা টিভিতে কর্মরত সাংবাদিক কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়