শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ৯ জন আটক

চাপাঁইনবাবগঞ্জ প্রতিনিধি : [২] সোমবার (১৩ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশীকে আটক করেছে ৫৩ বিজিবি।

[৩] আটককৃতরা হচ্ছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহারাপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২২), আইয়েম আলীর ছেলে এলিম (২০), রফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৩০), একই গ্রামের মজিবুর রহমানের ছেলে সাহাবুর (২৫), গোদাগাড়ী উপজেলার আষেরাদহ দিয়ার মানিকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫), একই উপজেলার আশেরাদহ গুচ্ছ গ্রামের সাইদুর রহমানের ছেলে কামাল শেখ (২৫), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের আসাদ আলীর ছেলে উকিল হোসেন (৩২), একই উপজেলার চরআলাতলী কোদাল কাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে হায়াতুল (৩০) ও আবুল কাশেমের ছেলে মিজান (২৪)।

[৪] চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সরুজ মিয়া জানান, ভারত থেকে বেশ কয়েকজন বাখের আলী সীমন্তের ঘাট এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এই গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করে। একপর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে ভারত থেকে আসা ৯ জনকে সীমান্ত পিলার ২৩/৪ এস হতে আনুমানিক ২ কি.মি বাংলাদেশের মধ্যে আটক করা হয়।

[৫] পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে যান। আর এবারও দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন।

[৬] মঙ্গলবার সকালে সদর মডেল থানায় অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করে তাদের থানায় প্রেরণ করা হয়েছে।

[৭] তিনি আরো বলেন, সাধারণ মানুষকে যে দালালরা বাংলাদেশ বা ভারতে অবৈধভাবে পাঠানো কাজ করেছে তাদের ধরতে বিজিবির অভিযান চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়