শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের যাত্রাপথ তার কাছ থেকে শুরু হয়ে তার কাছেই শেষ হয়

সিমি শায়লা নুর : "পৃথিবী ধ্বংস হবার নয়, নির্দেশ ছাড়া , অনিয়ন্ত্রিত যাপন মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে পৃথিবীকে নয় " আল্লাহ মহান। তার এ পৃথিবীর বুকে নানা প্রজাতির বসবাস ছিল। তাদের উত্থান ও পতনের ইতিহাসও জানা আছে বিজ্ঞদের । যেমন সান নিকোলাস দ্বীপের শেষ বাসিন্দা জুয়ানা মেরির মৃত্যু বা লূত (আ : )' এর প্রজাতি (যারা সাদ্দূম নগরীর বাসিন্দা ছিল ) ধ্বংস, উদহারণ হিসাবে তারা উৎকৃষ্ট। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কাছে পেসিফিক মহাসাগরে ভাসছে একটা দ্বীপ সান নিকোলাস। তথাকথিত পশুশিকারী আধুনিক লোকেরা এই দ্বীপ বসবাসকারী জুয়ানার প্রজাতিকে হত্যা করে আর দুর্বৃত্ত ও পাপী সম্প্রদায়কে বিলুপ্ত করেন আল্লাহ্সুবহানাতালা , সমগ্র সাদ্দূম নগরীকেই গোড়া সহ তুলে ফেলেন পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। এখনো লেবাননের ডেড সি সেই ঘটনার সাক্ষী হয়ে আছে।

মানব জাতির সঙ্গে সম্পর্কের আগেও পৃথিবীর অস্তিত্ব ছিল। মানব জাতি হচ্ছে জীবিত জীবগুলোর মতো একটি প্রজাতি। নানা প্রজাতি পৃথিবী থেকে ধ্বংসপ্রাপ্ত হয়ে বিলুপ্ত হয়েছে , কিন্তু পৃথিবী তার ভূখণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে , একটি নির্দিষ্টকাল । সুতারং পৃথিবী ধ্বংস হবার নয়, আল্লাহ’র নির্দেশ ছাড়া অনিয়ন্ত্রিত যাপন ও প্রকৃতি বিরোধী আচরণই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে। আর অবশ্যই বিবর্তনে রোগপ্রতিরোধ ক্ষমতা কমেছে আমাদের অপরপক্ষে ভাইরাস ধারণ করেছে অক্ষয় ক্ষমতা।
খাদ্যাভ্যাস রোগ প্রতিরোধে বা নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানবদেহে , নানা আবহাওয়া ও জলবায়ু মোতাবেক ফসল ও ফলমূল উৎপাদন করে পৃথিবী.... যা ঐ স্থান ও জলবায়ুর জন্য পর্যাপ্ত। এ কারণে সিজেনাল ফল শরীরের জন্য উপযোগী। একই ভাবে পশুপাখির জন্য রিজিক সাজানো রয়েছে। এ'ভাবেই সৃষ্টিকর্তা সাজিয়েছেন ভালোবাসার পৃথিবীকে।
একটি বৃহত্তর অংশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সকল জীবিত জীব। একটি বিরোধী আচরণ পর্যায়ক্রমিক সুষম সত্ত্বাকে ভাঙতে থাকে। জ্ঞানের অপূর্ণতা কিছু ভ্রান্তি তৈরী করেছে।যেমন ,ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তিস্বাতন্ত্রবাদ। যা রাজনৈতিক ও সামাজিক দর্শন এবং এ ধারণা ব্যক্তির নিজস্ব নৈতিক মূল্যকে জোর দেয়। অবশ্যই ব্যক্তিবাদ ও স্বার্থবাদিতা বিপরীতধর্মী ও ভিন্ন দুটি পর্যায়। ব্যক্তির নিজস্ব মতবাদ যদি অন্যের স্বাভাবিকত্বকে আঘাত করে তবে তার প্রেক্ষিত বিবেচনা করতে হয়। স্বাধীনতার মতোই আপনি যা যা করতে চান বলুন, ভাবুন, ইত্যাদি তা করার অনুমতি দেওয়ার শর্ত বা অধিকার দেওয়া হলো স্বাধীনতা..... কিন্তু , অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে , এ শর্তটুকু প্রযোজ্য। এবং তা অবশ্য প্রয়োজনীয় , যেহেতু সৃষ্টির উৎস এক এবং সকলেই এক আত্মা। সুফী জালালুদ্দিন রুমি বলেন -এ যাত্রা পথ তার কাছ থেকে শুরু হয়ে তার (আল্লাহর )কাছে শেষ হয়। Indeed, to your Lord is the return. - Quran 96:08

সম্পূর্ণটাই প্রকৃতির অংশ , সর্বত্র আদিতে বন-জঙ্গল , নদী , সাগর ,পাহাড় , মরুঅঞ্চল , দ্বীপ ছিল। সভ্যতা উজাড় করেছে বন্যতা। বন্যতা কিন্তু সভ্যতায় প্রবেশ করে কিছু উজাড় করেনি! বিস্ফোরক-ভর্তি আনারস খেয়ে কেরালায় একটি গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় সমস্ত পৃথিবী ধিক্কার করেছে , কারণ, তাদের ঘর খাদ্য কেড়ে নিয়ে আবার তাদের জীবনকেই তুচ্ছ গণ্য করা পাশবিক আচরণ।

একমাত্র খাদ্যের প্রয়োজন এবং জীবন বাঁচানোর তাগিদ ছাড়া কোনো প্রকারের জীব আক্রমণ করে না,শুধুমাত্র মানুষ কারণ ব্যতীত হত্যা ও আক্রমণ করে।

আমরা শক্তি ও বুদ্ধিতে এগিয়ে অন্য জীবদের তুলনায়.... নাস্তিক বা আস্তিক এবং ধার্মিক সকল ব্যক্তি বিশ্বাস করেন মানুষ শ্রেষ্ট সৃষ্টি। এবং এ'বাক্য তারা আল্লাহর বাণীতে পেয়েছেন।পবিত্র কোরআনুল কিতাবে এবং সৃষ্টিকর্তার নির্দেশিত পথ প্রদর্শনের মধ্যে দিয়ে এ মর্মবাণী সার্থক হয়।

লেখক: সুফিবাদী কবি ও মিস বাংলাদেশ পদকজয়ী

  • সর্বশেষ
  • জনপ্রিয়