শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় নারীসহ অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ইমদাদুল হক : [২] সাভারের আশুলিয়ায় অপহরণের প্রায় ৩ দিন পর অপহৃত শফিকুল ইসলামকে উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

[৩] রোববার (১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম। এর আগে শনিবার (১১ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাগানবাড়ি আবুল মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

[৪] আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ঘাগইর গ্রামের রেনু মিয়ার ছেলে তারেকুর রহমান তারেক (২২), পঞ্চগড় জেলার বদানপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে জাহিদ হাসান (৩২) এবং পঞ্চগড় জেলার বিদ্যাভিটা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও জাহিদ হাসানের স্ত্রী আঞ্জুয়ারা (২৫)। তারা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো।

[৫] অপহৃতের ছেলে রাশেদুল জানায়, ঘোষবাগ এলাকার আল-আমীনের বাড়িতে ভাড়া থেকে তার ফুফু পোশাক কারখানায় চাকরি করেন। গত ৯ জুলাই সেখানে বেড়াতে গেলে অপহরণের শিকার হন তার বাবা শফিকুল ইসলাম। তার বাবাকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতরা। এসময় পৃথকভাবে ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। পরে থানায় অভিযোগ দায়ের করলে মুক্তিপণ প্রদান করার ফাঁদ পেতে অপহরণকারী ৩ জনকে আটক করে পুলিশ।

[৬] বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, অপহরণের শিকার ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। একই সাথে চক্রটির ৩ সদস্যকে গ্রেফতারের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়