শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত নয় রামের জন্মভূমি কাঠমান্ডু: নেপালের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : [২] কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বী বিশ্বাস করেন, তাদের ভগবান রামের জন্মভূমি হলো অযোধ্যা। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সোমবার বলেছেন, অযোধ্যা নয় রামের প্রকৃত জন্মভূমি হলো নেপালের রাজধানী কাঠমান্ডুর পাশের একটি গ্রাম। অবশ্য তার এমন দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছের রামভক্তরা।

[৩]ভারতীয় টেলিভিশন এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিজের বাসভবনে এক অনুষ্ঠানে নেপালের প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, রাম প্রকৃতপক্ষে একজন নেপালি। তিনি ভারতের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসন ও অনধিকার প্রবেশের অভিযোগ তুলে বলেন, বিজ্ঞানে নেপালের অবদান তুচ্ছ বলে পরিগণিত হয়ে আসছে।

[৪]কে পি শর্মা ওলি বলেন, ‘আমরা এখনও বিশ্বাস করি যে, সীতাকে আমরা রাজকুমার রামের কাছে দিয়েছিলাম অযোধ্য থেকেই। তবে সেটা ভারতের অযোধ্যা নয়, বীরগঞ্জ জেলা (যা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৩৫ কিলোমিটার দূরে) থেকে কিছুটা পশ্চিমে অবস্থিত একটি গ্রাম’।

[৫]নেপালের নিউজ ওয়েবসাইট সেটোপাতি ডটকমকে উদ্ধৃত করে প্রকাশিত এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেন, ‘সাংস্কৃতিগতভাবে আমরা কিছুটা নিপীড়িত হয়েছিলাম। প্রকৃত ঘটনাগুলোক বলপূর্বক ভাবে দখল করা হয়েছে‘। তিনি সম্ভবত ভারতের দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন।

[৬]নেপালের গণমাধ্যমের সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী কে পি শর্মা দাবি করেছেন, ‘প্রকৃত অযোধ্যা ভারতে নয় নেপালে অবস্থিত। ভগবান রাম ভারতীয় নন তিনি একজন নেপালি।’ ভারত বলপূর্বক এই ইতিহাস নিজেদের অনুকূলে নিয়েছে বলে দাবি তার।

[৭]ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্মৌ থেকে ১৩৫ কিলোমিটার দূরের একটি শহর হলো অযোধ্যা। এখানে রামের জন্ম নিয়ে বিশ্বাস ভারতীয় হিন্দুদের। এছাড়া রামের জন্মভূমি দাবি করে অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদে ভাঙচুর চালিয়েছিল উগ্র হিন্দুত্ববাদীরা। গত বছর এর দখল হিন্দুদের দেয় ভারতের আদালত।

[৮]সম্প্রতি ভারতের দখলে থাকা এলাকাকে নিজেদের দাবি করে কাঠমান্ডু সরকার মানচিত্র প্রকাশ করার পর থেকে প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক নতুন মোড় নিয়েছে। ভারত কে পি শর্মা ওলিকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে বলেও শোনা যাচ্ছে। সম্পর্কের এ অস্থিরতার মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন।
সূত্র- জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়