শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন আজ

সাইদ রিপন : [২] করোনা মহামারী ও বন্যার পরিস্থিতির মধ্যেই এ দুই আসনের উপনির্বাচ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে বন্যা ও করোন পরিস্থিতির মধ্যে ভোট না করতে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। অন্যদিকে ১৪ জুলাই জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন নির্বাচন না করতে দলটি দুইবার ইসিতে চিঠি দিয়ে অনুরোধ করে। কিন্তু কোন অনুরোধ আমলে না নিয়ে ১২ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন কোনভাবেই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

[৩] ইসি সূত্র জানিয়েছে, কেন্দ্রে কেন্দে করোনাভাইরাস মহামারী ও বন্যার মধ্যে যশোর-৬ ও বগুড়া-১ উপনির্বাচনের ভোট করতে নির্বাচনী মালামাল ও করোনাভাইরাস সংক্রমণ রোধে সুরক্ষা সামগ্রী পাঠানো হচ্ছে। দুই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই আসনের ভোটগ্রহণ চলবে।

[৪] যশোর-৬ আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটার রয়েছে। এ আসনে প্রার্থীরা হলেন, শাহীন চাকলাদার (নৌকা), আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)। বগুড়া-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন। এ আসনের প্রার্থীরা হলেন, সাহাদারা মান্নান (নৌকা), একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), মোকছেদুল আলম (লাঙ্গল), মো. রনি (বাঘ), নজরুল ইসলাম (বটগাছ) ও ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (স্বতন্ত্র- ট্রাক)। সম্পাদনা : শোভন দত্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়