শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনে তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে ১০ মিলিয়ন মানুষ, দুর্ভিক্ষ এড়াতে প্রয়োজন ৭৩৭ মিলিয়ন ডলার

সিরাজুল ইসলাম: [৩] জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সব চেয়ে বড় মানবিক সঙ্কট তৈরি হয়েছে বলে মনে করছে সংস্থাটি। আলজাজিরা

[৪] দেশটির ২০ মিলিয়ন মানুষ খাদ্য অনিশ্চয়তায় রয়েছে। তাদের ১৩ মিলিয়ন মানবিক সহায়তার খাদ্য পাচ্ছে। তীব্র অপুষ্টির শিকার দুই মিলিয়ন শিশু ও এক মিলিয়ন গর্ভবর্তী নারী কিংবা মাতৃদুগ্ধ দানকারীর চিকিৎসা প্রয়োজন।

[৫] ডব্লিউএফপির মুখপাত্র এলিজাবেথ বাইরস বলেন, আশঙ্কাজনকভাবে পরিস্থিতির অবনতি হচ্ছে। এখনই ব্যবস্থা নিতে হবে। দুর্ভিক্ষের লক্ষণ দেখা গেছে। দুর্ভিক্ষ ঘোষণার জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। এরই মধ্যে দেরি হয়ে গেছে।

[৬] বাইরস বলেন, ইয়েন বহুমুখী সমস্যায় ভুগছে। আমদানি কমে গেছে। খাদ্যের দাম বাড়ছে। রিয়ালের দরপতন হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্য।

[৭] ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকার সমর্থক বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। হুতি বাহিনী ২০১৪ সালের শেষ দিকে রাজধানী সানার একটি অংশের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালের মার্চে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট।

[৮] ত্রিপক্ষীয় যুদ্ধে প্রাণ গেছে লাখো মানুষের। বাস্তুচ্যুত হয়েছে ৪ মিলিয়ন মানুষ। দেশটির ২৯ মিলিয়ন মানুষের ৮০ শতাংশই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দেশটিতে নভেল করোনাভাইরাসও হানা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়