লিহান লিমা: [২] করোনাভাইরাসকে ‘গুজব’ ভেবে ‘কোভিড পার্টি’তে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক যুবক। ওই যুবক সান আন্তেনিওর মেথোডিস্ট হাসপাতালে ভর্তি ছিলেন। দ্য গার্ডিয়ান
[৩] মেথোডিস্টের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জেন অ্যাপেলবাই বলেন, মারা যাওয়ার পূর্ব মুহুর্তে তিনি নার্সের দিকে তাকিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয় আমি ভুল করেছি, আমি ভেবেছি এটি একটি ধাপ্পাবাজি মাত্র, কিন্তু এ তা নয়।
[৪] এই সময় তিনি জানান, কোভিড পার্টি মূলত হচ্ছে করোনাভাইরাস বাস্তবিকই আছে কি না এর জন্য কেউ ইচ্ছে করেই কোভিড পজিটিভ হতে চান এবং দেখতে চান কেউ সংক্রমিত হয় কি না।
[৫] ডা. অ্যাপলবাই বলেন, অনেক সময় তরুণরা বুঝতে পারে না তারা কতটা অসুস্থ। কিন্তু শারীরিক পরীক্ষা করলে দেখা যায় তিনি কতটা অসুস্থ রয়েছেন। মেথোডিস্ট হাসপাতালে ভর্তি ২০ থেকে ৩০ বছর বয়সীদের অবস্থা আশঙ্কাজনক। দয়া করে মাস্ক পরিধান করুন। যত পারেন ঘরে থাকুন, জনসংযোগ এড়িয়ে চলুন এবং নিজের হাত পরিষ্কার রাখুন।
[৬] যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, করোনাভাইরাসে আক্রান্ত ৪০ শতাংশের শরীরে উপসর্গ দেখা দিচ্ছে না। আর এসব রোগীদের দ্বারা অন্যরা সংক্রমিত হওয়ার শঙ্কা ৭৫ শতাংশ। সম্পাদনা: ইকবাল খান