শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্যার কারণে কোভিড-১৯ সংক্রমণ বাড়তেও পারে কমতেও পারে : ডা. মুশতাক

লাইজুল ইসলাম : [২] ইতোমধ্যে দেশের ৯৬ এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এই অবস্থায় অসহায় হয়ে পরেছে প্রান্তিক মানুষ। এখন প্রান্তিক জনগণও কোভিড-১৯ উপসর্গে ভুগছে। গেলো কয়েকমাসের তুলনায় গত কয়েকসপ্তাহ দেশের প্রান্তিক পর্যায়ে কোভিড ছড়িয়ে পরার কথাও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

[৩] এই অবস্থায় বন্যা আসলে কতটা ঝুঁকির? এই প্রশ্নের উত্তরে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসাইন বলেন, দুই ভাগে ভাগ করা যায় সংক্রমণের বিষয়টিকে। বন্যার কারণে মানুষ গুচ্ছ গুচ্ছ হয়ে বসবাস শুরু করবে। এতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সুযোগ খুবই কম। এতে করে আরো কমার সুযোগ বেশি।

[৪] তবে আরেকটি ভাগ খুবই চিন্তার। যখন গুচ্ছ গুচ্ছ ভাগে নিজ বাড়িতে থাকতে পারবে না তখন সবাই চলে আসবে বেড়ি বাঁধে বা আশ্রয় কেন্দ্রে। তখন অবস্থাটা ভয়ানক হয়ে দাড়াবে।

[৫] ডা. মুশতাক হোসাইন বলেন, আমরা একটা স্বাস্থ্য বিধি করেছি এই সব স্থানের জন্য। কিন্তু বেড়ি বাঁধে বা আশ্রয় কেন্দ্রে মানুষ হাত ধোঁয়ার সাবান পানি কোথায় পাবে। তখন তো খাবার খেয়ে জীবন বাঁচানোই কঠিন হয়ে পরবে।

[৬] আরো একটি সমস্যা দাড়াবে অধিদপ্তরের সামনে। এই সময়টায় নমুনা সংগ্রহ কমে আসবে। বন্যা কবলিত এলাকায় এটাক একটি ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তৈরি করবে। এ থেকে বাঁচার উপায় খুঁজছি আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়