আসিফুজ্জামান পৃথির : [২] তিনি খুব সামান্য ব্যবধানে তার প্রতিদ্ব›দ্বী রাফাল ত্রাসকোয়স্কিকে পরাজিত করেন। দুদা মোট ৫১.২ শতাংশ ভোট পেয়েছেন। দ্য গার্ডিয়ান, সিএনএন, বিবিসি
[৩] ১৯৮৯ সালে কমিউনিজমের পতনের পর এটি পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে স্বল্প ব্যবধানে জয়। এই নির্বাচনের প্রধান ইস্যু ছিলো ইউরোপয়ি ইউনিয়নের সঙ্গে দেশটির সম্পর্ক।
[৪] দুদার দল একটি সোস্যাল কনজারভেটিভ পার্টি। দলটি এই নির্বাচনে জাতীয়তাবাদী অ্যার্নটড জাস্টিস পার্টির সঙ্গে জোট গড়েছিলো। অপরদিকে ত্রাসকোয়স্কি ওয়ারসর লিবারেল মেয়র।
[৫] মনে করা হচ্ছে, দুদার জয়ে দেশটির বিচারবিভাগে পরিবর্তন আসবে। এছাড়াও দুদা ইহুদীবিদ্বেষী বলে পরিচিত। তিনি এর আগে বেশ কয়েকবার বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টের জন্য তার দেশ ক্ষমা চাইতে চাইতে চাইতে বিরক্ত। তিনি আর এর ভার বহন করতে চাননা।
[৬] দুদা সবসময়েই সমকামি অধিকার ও গর্ভপাতের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছেন, সমকামি এমন এক আদর্শ, যা কমিউনিজমের চেয়েও ভয়ানক। সম্পাদনা: ইকবাল খান