শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিভাসু ল্যাবে নমুনার অভাবে কোভিড পরীক্ষা বন্ধ

এম.ইউছুুপ রেজা, চট্টগ্রাম : [২] জেলার ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) করোনা ল্যাবে নমুনার অভাবে দুইদিন ধরে পরীক্ষা বন্ধ রয়েছে। সিভাসু ল্যাবে বিআইটিআইডি ল্যাব হয়ে নমুনা আনা হয়।

[৩] গত দুইদিন ধরে নমুনা সংগ্রহের বুথ থেকে কম নমুনা আসায় তা বিআইটিআইডি ল্যাবেই পরীক্ষা করা হচ্ছে। সিভাসু ল্যাবে নমুনা পাঠানো হচ্ছে না। সিভাসুর করোনা ল্যাব প্রধান অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী বলেন, নমুনা না আসায় গত দুইদিন ধরে আমাদের ল্যাবে নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

[৪] তবে আমাদের প্রস্তুতি আছে। নমুনা পাঠানো হলে আমরা পরীক্ষা শুরু করবো। এদিকে বিআইটিআইডি ল্যাবেও করোনার নমুনা আসা কমে যাওয়ায় সেখানেও নমুনা পরীক্ষা কমে গেছে।

[৫] প্রতিদিন এই ল্যাবে সকাল ৯টা থেকে পরীক্ষার কাজ শুরু করা হলেও সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত কোনো নমুনাই আসেনি পরীক্ষার জন্য। বিআইটিআইডি ল্যাব প্রধান অধ্যাপক ডা. শাকিল আহম্মদ বলেন, স্বাভাবিক সময়ে সকাল ৯টা থেকে কাজ শুরু করি। বেলা ১২টার মধ্যে আমরা প্রায় ৮০-৯০টি নমুনা প্রক্রিয়াজাত করে পরীক্ষার জন্য প্রস্তুত করি। ‘কিন্তু আজ সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ল্যাবে কোনো নমুনা আসেনি। আমাদের ল্যাবে নমুনা কম আসায় আমরা সিভাসুতে নমুনা পাঠাতে পারছি না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়