শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হলুদ ও রেডজোনে গরুর হাট সংক্রমণের বিস্ফোরণ ঘটাতে পারে

ভূঁইয়া আশিক : [২] বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্র কোরবানির হাট বসানো যাবে না। হাটে কমপক্ষে ৬ ফিট ব্যবধানে পশু রাখতে হবে। না হলে নতুন করে সংক্রমণের ঢেউ দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জাতীয় টেকনিক্যাল কমিটিও বলছে, অধিক সংক্রমণ এলাকায় কোরবানির হাট বসানো যাবে না। ডিজিটাল বা অনলাইনে গরু কেনা-বেচার প্রতি জোর দিয়েছেন তারা।

[৩] প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। কোরবানির পশু অনলাইনে বেচা-কেনা উত্তম পন্থা। এতে সংক্রমণ ঝুঁকি কম থাকবে। যদি নেহায়েতই হাট বসাতে হয়, তাহলে খোলা মাঠ ব্যবহার করতে হবে।

[৪] হাট ইজারাদার, বিক্রেতা ও ক্রেতারা অবশ্যই গ্লাভস, গাউন পরবেন। রোগা গরু বা পশু হাটে আনা যাবে না। একসঙ্গে অনেকে গরু কিনতে যাওয়া থেকে বিরত থাকবেন।

[৫] প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, গরুর হাট বসালে সংক্রমণের বিস্ফোরণ ঘটার আশঙ্কা প্রবল। কারণ গরু যেভাবে কেনাবেচা করা হয়, মানুষের শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। হাটে এক’দুজন রোগী থাকলেও বহু মানুষ আক্রান্ত হতে পারে।

[৬] এতে এতোদিন কষ্ট করে যে জায়গায় আসার চেষ্টা করছি, একদিনের গরুর হাটে সব অর্জন ম্লান হয়ে যাবে।

[৭] অনলাইন, প্রাইভেট কোম্পানি কিংবা সরকারের পুলিশ, সেনাবাহিনী দিয়ে কাজটি করানো গেলে কোরবানির ঈদে সংক্রমণ ঝুঁকি কমানো যেতো বলে তিনি মনে করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়