শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতি: সিএমএসডির ৬ কর্মকর্তাকে তলব

ডেস্ক রিপোর্ট : [২] নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তলবি নোটিশ পাঠিয়েছে। তাদেরকে আগামী ১৯ ও ২০ জুলাই সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] যেসব কর্মকর্তাকে তলব করা হয়েছে তারা হলেন- সিএমএসডির উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, জ্যেষ্ঠ গুদাম রক্ষক মো. ইউসুফ ফকির, সাবেক মেডিকেল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হক, ডেস্ক অফিসার ডা. সাব্বির আহম্মেদ ও গুদাম (স্টোর) কর্মকর্তা কবির আহম্মেদ। এদের মধ্যে শাহজাহান, সাব্বির ও কবিরকে ১৯ জুলাই ও অপর ৩ জনকে ২০ জুলাই হাজির হতে বলা হয়েছে।

দুদকের অনুসন্ধান দলের প্রধান ও পরিচালক প্রধান মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত তলবি নোটিশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কভিড-১৯ এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

[৪] একই অভিযোগে এর আগে গত ১ জুলাই জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী (মেডিকেল টিম) মো. মতিউর রহমান, এল্যান কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মো. হুমায়ুন কবির এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে অতীব জরুরি তলবি নোটিশ পাঠায় দুদক। তাদের ৮ ও ৯ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে আমিনুল ইসলাম ও মোতাজ্জেরুল ইসলাম মিঠু কমিশনে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠান।

দুদকের অনুসন্ধান দলের অপর তিন সদস্য হলেন- কমিশনের উপ-পরিচালক নুরুল হুদা, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও আতাউর রহমান।

[৫] করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে এন-৯৫ মাস্ক ও পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত ১৫ জুন দুদক কর্মকর্তা জয়নুল আবেদীন শিবলীকে প্রধান করে চার সদস্যের এই অনুসন্ধান টিম গঠন করে দুদক। দেশ রূপান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়