শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার মাস পর ঢাকা-বরিশাল রুটে শুরু হলো উড়োজাহাজ চলাচল

লাইজুল ইসলাম : [২] রোববার থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুরের ধারাবাহিকতায় অভ্যন্তরীণ উড়োজাহাজ সংস্থা ইউএসবাংলা ও নভোএয়ার তাদের ফ্লাইট পরিচালনা করে।

[৩] সকল ধরনের স্বাস্থবিধি পালন করে এয়ারলাইন্সগুলো প্রতিদিন ঢাকা থেকে বরিশাল ফ্লাইট পরিচালনা করবে। সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে কেবিন ক্রু, ককপিট ক্রুসহ সকল এয়ারলাইন্স এক্সিকিউটিভ মনোবলকে সূদৃঢ় রেখে যাত্রীদেরকে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান।

[৪] তিনি বলেন, ধীরে ধীরে বন্ধ থাকা আরো দুটি বিমানবন্দর চালু করা হবে। ঈদের আগেই এগুলো উদ্বোধন করার কাজ চলছে। যাত্রী সেবা নিশ্চিতের পাশাপাশি আমরা সবার নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছি।

[৫] ঢাকা বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে ইউএসবাংলা। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে বরিশাল একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন বিকাল ৪ টা ১৫ মিনিট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং প্রতিদিন বরিশাল থেকে বিকাল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকা থেকে বরিশালে নূন্যতম ভাড়া ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

[৬] নভোএয়ারও ঢাকা থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়