শিরোনাম
◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ সিটিতে পাঁচটি পশুর হাট চূড়ান্ত, উত্তরে হবে অনলাইনে

সুজিৎ নন্দী : [২] রাজধানীতে কোরবানীর পশুর হাট বসানোর বিষয়টি পুনঃবিবেচনার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । রোববার এক সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ সিদ্ধান্ত চূড়ান্ত করে।

[৩] এ ব্যাপারে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, আমরা পাঁচটি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছি। ৭৫টি ওয়ার্ডের জন্য ৫টি মাত্র হাট। এছাড়াও ডেমরা এলাকায় বসবাস করে প্রায় ৫০ লাখ লোক বসবাস করে। কিন্তু কোন হাট নেই। আমরা মেয়রকে অনুরোধ করবো হাট বাড়ানোর জন্য।

[৬] ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, রোববার সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিএসসিসি এলাকায় এবার পাঁচটি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। বাকিগুলোর দরপত্র অনুযায়ী ১৯ তারিখ শেষ সময়।

[৭] ঢাকা উত্তর সিটি করপোরেশনে অনলাইন হাট চালু করেছে, দক্ষিণ সিটি করপোরেশনের অনলাইন হাট চালু করার চেষ্টা চলছে। প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, অনলাইন হাট বিষয়ে অনেক প্রতিষ্ঠানই আমাদের সঙ্গে আলোচনা করছে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

[৮] সভা সূত্রে জানা গেছে, ডিএসসিসি এলাকায় চূড়ান্ত হওয়া পাঁচটি হাটের মধ্যে রয়েছে, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাবনগর ব্লক-ই, এফ, জি এর সেকশন ১ ও ২ নম্বর এলাকা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি জায়গা এবং পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়