শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত, কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : [২] কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সৈয়দ আলম নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন

[৩] শনিবার (১১ জুলাই) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

[৪] নিহত রোহিঙ্গা হলেন, টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় বসবাসরত (পুরাতন রোহিঙ্গা) সৈয়দ আহাম্মদের ছেলে মোঃ সৈয়দ আলম(৩৫)

[৫] বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান স্থলবন্দর সংলগ্ন দমদমিয়া কেয়ারী খাল এলাকা দিয়ে পাচার করা হবে- এমন তথ্যে বিজিবির বিশেষ টহল দল অভিযানে যায়। ওই সময় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে খালের পাড়ে ঘুরাঘুরি করতে দেখে। কিছুক্ষণ পর এক ব্যক্তি নাফনদী সাঁতরে খালের পাড়ে ওঠে। থামতে বললে বিজিবি'র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তারা পালানোর চেষ্টা করে। ওই সময় টহল দল তাদের পিছু নিলে তারা গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি করে। এতে উভয়পক্ষের মধ্যে ৩-৪ মিনিট গুলি বিনিময় হয়। গোলাগুলি থামার পরে টহলদল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার মূল্যমানের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৬] তিনি আরো জানান, আহত বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়