শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা : ফরিদপুরে হেলিকাপ্টারযোগে এসে গ্রামবাসীর সাথে দেখা করলেন ইমরান !

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: [২] হেলিকপ্টার যোগে এসে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামবাসীদের সাথে কুশল বিনিময় করেন ঢাকা এলিভেটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান তালুকদার।

[৩] শনিবার (১১ জুলাই) দুপুর ১২ টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এরপর জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়ঝাপ কবরস্থানের কমিটির সাথে মতবিনিময় ও গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করেন। ইমরান তালুকদার জয়ঝাপ গ্রামের শিক্ষক আঃ কুদ্দুছ তালুকদারের ছেলে।

[৪] এসময় উপস্থিত ছিলেন, এলজিআরডি ও শসস্ত্র বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ রাসেল সিকদার, জয়ঝাপ কবরস্থান কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, মানিক মাতুব্বার, সাবেক ইউপি সদস্য আঃ মান্নান খান, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন, আবু সায়েম হোসেন (টিটন মিয়া), ইমদাদ তালুকদার, বকুল তালুকদার প্রমূখ।

[৫] কুশল বিনিময়কালে ইমরান তালুকদার বলেন, আমি কোন রাজনীতি করি না। আমি বাইরে থেকে আমার এলাকার মানুষের জন্য যতটুকু পারি সেবা করার চেষ্টা করবো।

[৬] এসময় উপস্থিত গ্রামবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। সেই সাথে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য আহব্বান জানান।

[৭] তিনি এসময় গ্রামবাসীর খোঁজখবর নেন। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আনন্দিত এলাকাবাসী। পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে তিনি ঢাকায় চলে যান।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়