শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা : ফরিদপুরে হেলিকাপ্টারযোগে এসে গ্রামবাসীর সাথে দেখা করলেন ইমরান !

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: [২] হেলিকপ্টার যোগে এসে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামবাসীদের সাথে কুশল বিনিময় করেন ঢাকা এলিভেটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান তালুকদার।

[৩] শনিবার (১১ জুলাই) দুপুর ১২ টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এরপর জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়ঝাপ কবরস্থানের কমিটির সাথে মতবিনিময় ও গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করেন। ইমরান তালুকদার জয়ঝাপ গ্রামের শিক্ষক আঃ কুদ্দুছ তালুকদারের ছেলে।

[৪] এসময় উপস্থিত ছিলেন, এলজিআরডি ও শসস্ত্র বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ রাসেল সিকদার, জয়ঝাপ কবরস্থান কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, মানিক মাতুব্বার, সাবেক ইউপি সদস্য আঃ মান্নান খান, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন, আবু সায়েম হোসেন (টিটন মিয়া), ইমদাদ তালুকদার, বকুল তালুকদার প্রমূখ।

[৫] কুশল বিনিময়কালে ইমরান তালুকদার বলেন, আমি কোন রাজনীতি করি না। আমি বাইরে থেকে আমার এলাকার মানুষের জন্য যতটুকু পারি সেবা করার চেষ্টা করবো।

[৬] এসময় উপস্থিত গ্রামবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। সেই সাথে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য আহব্বান জানান।

[৭] তিনি এসময় গ্রামবাসীর খোঁজখবর নেন। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আনন্দিত এলাকাবাসী। পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে তিনি ঢাকায় চলে যান।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়