শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা : ফরিদপুরে হেলিকাপ্টারযোগে এসে গ্রামবাসীর সাথে দেখা করলেন ইমরান !

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: [২] হেলিকপ্টার যোগে এসে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামবাসীদের সাথে কুশল বিনিময় করেন ঢাকা এলিভেটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান তালুকদার।

[৩] শনিবার (১১ জুলাই) দুপুর ১২ টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এরপর জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়ঝাপ কবরস্থানের কমিটির সাথে মতবিনিময় ও গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করেন। ইমরান তালুকদার জয়ঝাপ গ্রামের শিক্ষক আঃ কুদ্দুছ তালুকদারের ছেলে।

[৪] এসময় উপস্থিত ছিলেন, এলজিআরডি ও শসস্ত্র বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ রাসেল সিকদার, জয়ঝাপ কবরস্থান কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, মানিক মাতুব্বার, সাবেক ইউপি সদস্য আঃ মান্নান খান, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন, আবু সায়েম হোসেন (টিটন মিয়া), ইমদাদ তালুকদার, বকুল তালুকদার প্রমূখ।

[৫] কুশল বিনিময়কালে ইমরান তালুকদার বলেন, আমি কোন রাজনীতি করি না। আমি বাইরে থেকে আমার এলাকার মানুষের জন্য যতটুকু পারি সেবা করার চেষ্টা করবো।

[৬] এসময় উপস্থিত গ্রামবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। সেই সাথে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য আহব্বান জানান।

[৭] তিনি এসময় গ্রামবাসীর খোঁজখবর নেন। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আনন্দিত এলাকাবাসী। পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে তিনি ঢাকায় চলে যান।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়