শিরোনাম

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ১৩৩টি নমুনা পরীক্ষা করে ৩১টি পজেটিভ

যশোর প্রতিনিধি: [২] জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের পরীক্ষায় যশোরসহ চার জেলার নতুন আরো ৬০ জনের নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।

[৩] যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শুক্রবার ১০ জুলাই তাদের ল্যাবে চার জেলার মোট ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ রেজাল্ট দিয়েছে ৬০টি। এগুলোর রিপোর্ট ১১ জুলাই শনিবার সকালে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৪] তিনি জানান, এদিন যশোরের ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টি পজেটিভ রিপোর্ট আসে।

[৫] এছাড়া এদিন ল্যাবটিতে মাগুরার ৩০টি নমুনা পরীক্ষা করে সাতটি, সাতক্ষীরার ৭৮টি নমুনার মধ্যে ১৫টি এবং বাগেরহাটের ২৪টির মধ্যে সাতটিতে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। যশোর সিভিল সার্জনের অফিস জেলার ৩১টি নমুনা বিশ্লেষণ করে দেখছে, এর মধ্যে কয়টি নতুন বা কোনো ফলোআপ আছে কিনা। তবে ওই দপ্তরের এক কর্মকর্তা জানান, শনিবার পাওয়া ফলাফল গুলোর সবই নতুন নমুনার হওয়ার কথা।

[৬] সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১৩৩টি নমুনা রিপোর্টের মধ্যে ৩১টি পজেটিভ রিপোর্ট এসেছে। শনিবার দুপুর পর্যন্ত জেলায় মোট ৯৭০ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ১৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৪০ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়