শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাংবিধানিক বাধ্যবাধতকায় উপ-নির্বাচন, দায় নিবে না ইসি

বগুড়া প্রতিনিধি: [২] প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধতকার কারণে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি মাথায় রেখে উপ-নির্বাচনের আয়োজন করতে হয়েছে। শনিবার বিকেল ৪টায় বগুড়া-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন।

[৩] জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিকেলে জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে এই সভা শুরু হয়। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মানবিক পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ বক্তব্য দেন।

[৪] সভা শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংসদ নির্বাচন নিয়ে সংবিধানের বাহিরে যাওযার কোনো সুযোগ নেই। সে কারণে বন্যা এবং কোভিড-১৯ মাথায় রেখে বাধ্য হয়ে এই নির্বাচনের আয়োজন করতে হয়েছে।

[৫] গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সিইসি কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনের সময় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে তার দায় নির্বাচন কমিশনের ওপর বর্তাবে না। ভোটারদেরকে নিজেদের সাবধানতা বাড়াতে হবে। পাশাপাশি ভোটকেন্দ্র গুলোতে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।

[৬] আগামী ১৪ জুলাই বগুড়-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবার কথা রয়েছে। সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন। নির্বাচনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুই উপজেলায় ২৫টি ভোটকেন্দ্র শনিবার পর্যন্ত বন্যা কবলিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তাগণ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়