শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে অনলাইনে ২৫ মন্ত্রণালয়ের ৯০ শতাংশ কাজ হচ্ছে

দেবদুলাল মুন্না: [২] এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি শনিবার বলেন, ২০২১ সাল নাগদ উপজেলা পর্যায়ে যে ১৮ হাজার সরকারি অফিস রয়েছে সবগুলোকে ই-নথিতে সংযুক্ত করা হবে। আমরা যে নো যেকোনো স্থান থেকে, যে কোনো সময় যে কোনো ডিভাইস ব্যবহার করে সরকারি কার্যক্রমগুলো চলমান রাখতে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সকল অফিসগুলোকে ই-নথিতে সম্পৃক্ত করা হবে।

[৩] ই-নথি ব্যবস্থাপনার দায়িত্বে আছে সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃপক্ষ। এটুআই সূত্র জানিয়েছে, ই-নথির মাধ্যমে সরকারি কাজে জবাবদিহি বাড়ছে।

[৪] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানান, ই-নথি ওয়েবসাইট ও মুঠোফোনের অ্যাপ ব্যবহার করে এ পর্যন্ত ৩২ লাখ ৭৩ হাজার ৯১০টি সরকারি পত্র জারি হয়েছে। আর নথি নিষ্পত্তি হয়েছে ১ কোটি ১ লাখ ৮৯ হাজার ৭৮০টি।

[৫] এটুআই’র সিনিয়র কর্মকর্তা নিলুফা বেগম বলেন, যে কোনো সময়, যেকোনো স্থানে সরকারি সিদ্ধান্ত দিতে পারছেন কর্মকর্তারা। কোভিড সংক্রমণের কালে এ ব্যবস্থা খুব কাজে দিচ্ছে।

[৬] ২০১৬ সালের মার্চ মাস থেকে ই-নথির ব্যবহার শুরু করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়