শিরোনাম

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন ১৯২ জনের কোভিড-১৯ শনাক্ত, মৃত্যু ২, মোট আক্রান্ত ১১৩৮৫ জন

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ১৫৮ জন ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৩৮৫ জনে।

[৩] শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ চট্টগ্রাম নগরে একজন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

[৪] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৫, সিভাসুতে ১০, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৪, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৯, শেভরণ ল্যাবে ৫৮ এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

[৫] ডা. সেখ ফজলে রাব্বি আরও জানান, শুক্রবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ১০৯৯টি। এর মধ্যে ২২৭টি বিআইটিআইডিতে, ১২২টি সিভাসুতে, ২৩৬টি চমেকে, ১৪৬টি চবিতে, ১৭৫টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১৭৫টি শেভরণ ল্যাবে এবং ১৮টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

[৬] উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে সাতকানিয়ার ১, বাঁশখালীর ৩, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৫, ফটিকছড়ির ৩, হাটহাজারীর ১৩, মিরসরাইয়ের ৫ ও সীতাকুণ্ডের ৩ জন।

[৭] শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ২১৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৩১৮ জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়