শিরোনাম

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ হাজার কর্মী ছাঁটাই করবে এমিরেটস এয়ারলাইন

ডেস্ক রিপোর্ট : মহামারি নভেল করোনাভাইরাসের কারণে ৯ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন কোম্পানি এমিরেটস।

আকাশপথে বিশ্বের সবচেয়ে বড় পরিবহন প্রতিষ্ঠানটি এই প্রথম তাদের কর্মী ছাঁটাইয়ের সংখ্যা জানিয়ে ঘোষণা দিল। করোনা পরিস্থিতির আগে তাদের ৬০ হাজার কর্মীবাহিনী ছিল। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেন, ‘আমাদের প্রায় ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে হচ্ছে।’

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম এয়ারলাইন ব্যবসা। বিবিসির তথ্য অনুযায়ী, ৭০০ এয়ারলাইন কোম্পানির প্রায় সাড়ে চার হাজার পাইলটকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে।

এমিরেটসের এ৩৮০ সুপারজাম্বো এয়ারবাস, যেগুলোতে ৫০০ যাত্রী বহন করা হয়, সেটির কর্মীদেরই বেশি ছাঁটাই করা হচ্ছে। বোয়িং ৭৭৭, যেটিতে কম যাত্রী বহন করা হয়, সেগুলোর কর্মীরা তুলনামূলক কম বিপদে রয়েছেন।

সূত্র : এনটিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়