শিরোনাম

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের এক সপ্তাহ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল, ১৮ জুলাই ইউএস-বাংলার ফ্লাইট

লাইজুল ইসলাম : [২] ইউএসবাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, গত ২৭ জুন ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইটের পাঁচ যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে গুয়াংজু বিমানবন্দরে। তাই ৬ জুলাই থেকে পরবর্তী এক সপ্তাহ চীনে ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দেয় চায়না সিভিল এভিয়েশন।

[৩] কামরুল ইসলাম বলেন, আমাদের নিষেধাজ্ঞা ১২ জুলাই শেষ হচ্ছে। এরপর আমাদের আগামী ১৮ জুলাই সিডিউল অনুযায়ী ফ্লাইট আছে। সেদিন আমরা ফ্লাইট পরিচালনা করবো। নিষেধাজ্ঞার কারণে একটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

[৪] কামরুল ইসলমা বলেন, আমরা চেক করে যাত্রী নিয়েছিলাম। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা ও আইকার নির্দেশনা মেনেই পরিচালিত হয়েছে ফ্লাইট।

[৫] করোনা ভাইরাস পরিস্থিতিতে সপ্তাহে একদিন প্রতি রোববার গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশের বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়