শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৈত্রিক বাসভবনে সাহারা খাতুনকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মহসীন কবির : [২]  শেষবারের মতো শ্রদ্ধা জানাতে রাজধানীর তেজকুনি পাড়ায় পৈত্রিক বাসভবনে সামনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতা-কর্মীরা।
স্বাস্থ্য বিধি মেনে শনিবার (১১ জুলাই) সকাল সকাল ১০টায় তেজকুনিপাড়া বায়তুশ শরীফ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় বনানী কবরস্থান মসজিদে সাহারা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানেই মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। ডিবিসি টিভি

[৩] এর আগে, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাহারা খাতুনের মরদেহবাহী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। তার আগে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার পর ব্যাংককের সুবর্নভূমী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় প্লেনটি। গত বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টা ২৬ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান তিনি। সাহারা খাতুন বার্ধক্যজনিত নানা জটিল রোগে গুরুতর অসুস্থ হয়ে প্রথমে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে তার অবস্থা খারাপ হলে চিকিৎসার জন্য গত ৬ই জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেয়া হয়েছিলো।

[৪] ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন সাহারা খাতুন। তিন বছর ওই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার পর দপ্তর পরিবর্তন হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ঢাকা নগরীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ফোরোমেরও অন্যতম একজন নেতা ছিলেন সাহারা খাতুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়