শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৫:০১ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন পুলিশ

মাহবুবুর রহমান : [২] নোয়াখালীর সদরে পুলিশ লাইন্সের সামনে পথে কুড়িয়ে পাওয়া ২০ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কনস্টেবল।

[৩] শুক্রবার রাতে প্রকৃত মালিককে এ টাকা ফেরত দেন পুলিশ লাইন্স গেইটে দায়িত্ব পালন পুলিশ কনস্টেবল সুমন।

[৪] পুলিশ কনস্টেবল সুমন জানান, তিনি পুলিশ লাইন্স ১-নং গেইটে দায়িত্ব পালন কালে বিকেল ৪টায় জেলাখানা রোডের উপর কিছু টাকা পড়ে থাকতে দেখেন তিনি। পথে পড়ে থাকা টাকা গুনে দেখেন ২০ হাজার টাকা। তাৎক্ষনিক কুড়িয়ে পাওয়া টাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেন।

[৫] এর কিছুক্ষণ পর একব্যক্তি রাস্তায় কিছু খুজঁতে দেখে কনস্টবল সুমন লোকটিকে জিজ্ঞাসা করলে লোকটি তার কাছে থাকা ২০ হাজার টাকা হারিয়েছেন বলে জানান।

[৬] জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনকে জানালে তার নির্দেশক্রমে কুড়িয়ে পাওয়া টাকার সাথে ওই ব্যক্তির টাকার বর্ণনার সেঙ্গে মিল পাওয়া যায়। পরে প্রকৃত মালিক মোঃ হারুনুর রশিদকে বুঝিয়ে দেয়া হয়।

[৭] হারানো টাকা ফেরত পেয়ে উচ্ছ্বসিত হারুনুর রশিদ বলেন, বর্তমান সময়ে সুমনে মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

[৮] জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, কনস্টেবল সুমন সততার পরিচয় দেয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়