শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজয় দাশগুপ্ত: শেখ হাসিনার অর্জন ও স্বপ্ন ব্যর্থ করার চক্রান্তে কারা?

অজয় দাশগুপ্ত: রিজেন্ট হাসপাতাল এখন টক অব দ্য নেশন। বলা উচিত দেশের বাইরেও এর সমান চাহিদা। বাংলাদেশিরা যে যেখানে আছেন সবার জন্য এ আরেক হট টপিক। বলাবাহুল্য আমাদের দেশে এসব নতুন কিছু নয়। কয়েক মাস আগেই আমরা ক্যাসিনো কেলেঙ্কারীসহ ওয়েস্ট ইনে যৌনতার অবাধ কারবার নিয়ে মাতামাতি দেখেছি। কিন্তু কিছুই কুল খুঁজে পায়নি। যে তিমিরে সে তিমিরেই থাকে ঘটনা। বুদবুদের মতো মানুষের চিৎকার আর আহাজারী মিশে যায় অন্ধকারে। উঠে আসে নতুন ঘটনা। এবারের ঘটনাটি দুনিয়ার নৃশংসতম ঘটনার একটি। সবাই জানি আজ পৃথিবীতে কেউ নিরাপদ না। বড় দেশ ছোট দেশ বা বড়লোক মাঝারি সবাই আছেন আতঙ্কে। করোনা নামের মহামারীকে কীভাবে ঠেকাবে সে ভাবনায় বিশ্বের ঘুম হারাম। সকলে আসল উপাত্ত আর সংখ্যা নিয়ে গবেষণায় ব্যস্ত। ঠিক সেই সময় রিজেন্ট হাসপাতালের এই ঘটনা যেমনি ভয়ের তেমনি ঘৃণার।
এমন সময়ে কেউ বা কোন হাসপাতাল ভুয়া রিপোর্ট দিতে পারে এটা ভাবাও পাপ। এ লেখার সময়ে খবরে দেখলাম কাতার এয়ার ওয়েজে ইতালি থেকে ফিরে আসার সংবাদ। নিশ্চয়ই জানেন কাউকে ইতালিতে নামা দূরে থাক বিমানের বাইরেও বের হতে দেয়নি তারা। কারণ তাদের ধারণা এই সব বাংলাদেশিদের করোনা ফ্রি সার্টিফিকেট জাল বা ভুয়া হতে পারে। যার মানে আমাদের সব খবর তাদের নখদর্পণে। তাছাড়া এ ঘটনা প্রমাণ করছে আমাদের দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই যে রিজেন্টের দুর্নীতি তার পেছনে সাহেদের যে দাপট তা কি কেউ জানতো না? সরকার যেমন এর দায় অস্বীকার করতে পারে না তেমনি সংশ্লিষ্ট মিডিয়ার লোকজনদের কথাও যেন বাদ না পড়ে।

খবরে দেখলাম সাহেদের এই প্রভাব প্রতিপত্তি র পেছনে কাজ করেছিল টক শোতে তার রেগুলার উপস্থিতি। সামাজিক মিডিয়ায় সে সব টক শো ওয়ালাদের নাম ছবি ভেসে বেড়াচ্ছে। বুঝতে কোনো অসুবিধা নেই মূলত কে বা কারা তাকে এই মদদ দিতো। সবাই এও জানেন প্রচুর ঘুষ আর টাকা ছড়িয়ে টক শোতে নিয়মিত জায়গা করে নিয়েছিল সাহেদ। সেসব শোতে ঘন ঘন মন্ত্রী মিনিস্টারদের নাম ধাম-সহ তাদের সাথে পরিচয় ও ঘনিষ্ঠতার গল্প বলে বলে মানুষের মনে ভয় আর বিশ্বাস জন্মানোর কারণেই তার এতো বাড়াবাড়ি। তাহলে আমরা কি বলতে পারি না এইসব টকশো উপস্থাাপকেরাও দায়ী? এদের কেউ কেউ এখন এক একটি চক্র। তৃতীয় মাত্রা বা এমন কিছু নামি টক শো বাদে সাহেব, বাবুদের টকশো গুলোতে কি হয় সে খবর সবার জানা। এতোবড় ঘটনার পর ও কি তারা পার পেয়ে যাবে? সবাই মিলে শেখ হাসিনার অর্জন ও স্বপ্ন ব্যর্থ করার চক্রান্তে এরা ও সহযোগী। আমরা মনে করি মিডিয়ার সততা আর দেশের স্বার্থে সাহেদের সকল গডফাদারকে আইনের আওতায় আনা হোক। না হলে এবার ও ধামাচাপা পড়ে যাবে হাসপাতাল কেলেঙ্কারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়