শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোয়েব সর্বনাম: আমার এক দিন সমান সমান ৪৮ ঘণ্টা

শোয়েব সর্বনাম: একটা ওয়ার্কিং ডে হিসেবে ২৪ ঘন্টা আমার জন্য যথেস্ট না। সারাদিনের যাবতীয় কাজকর্ম সারতে আমার কমপক্ষে ৪৮ ঘন্টার দরকার হয়। ফলে, আমার এক দিন সমান সমান ৪৮ ঘন্টা।

যেহেতু আমার মস্তিস্ক জগতের যাবতীয় জটিল বিষয়গুলা নিয়া চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে, ফলে আমার প্রচুর ঘুমাইতে হয়। মস্তিস্ককে যথাযথ বিশ্রাম দেয়ার নিমিত্তে আমি দিনে ১০/১২ ঘন্টা ঘুমাই।

ঘুম থেকে উঠে ঘন্টাদুয়েক গীটারজাতীয় বাদ্যযন্ত্রের লগে সময় কাটাই। ঘন্টাদুয়েক চিত্রকর্ম নিয়া ব্যস্ত থাকি। এর মাঝে আরো ঘন্টাদুয়েক যাবে খানাখাদ্য ও জাগতিক ব্যস্ততায়।

লেখালেখির জন্য প্রতিঘন্টায় পনেরো মিনিট চা বিড়ির বিরতি নিয়া আমি টানা ৬ ঘন্টা লেখি। বইপত্র পড়াশুনা করি আরো ৩/৪ ঘন্টা। দিনে একটা মুভি দেখি। সেইটা দেখতে লাগবে ২ ঘন্টা আর কি মুভি দেখব সেইটা খুজে বের করতে লাগবে আরো ২ ঘন্টা।

এর বাইরে প্রেমসম্ভাব্য নারীদের ফোনকল, ইনবক্স, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, সর্বনাম ডটকম ইত্যাদির পিছনে না চাইলেও ৬ ঘন্টার মতো সময় ব্যয় করতে হয়।

তারপরেও দেখা যায় যে রান্না খাওয়া শাওয়ার বাজারঘাট বালছাল ইত্যাদি দরকারে ৭/৮ ঘন্টা সময় অযথাই চলে যায়। ইউটিউব দেখে যে ৫ মিনিটের ফিজিক্যাল এক্সারসাইজ শিখে ফেলছি সেইটা পুরোপুরি কমপ্লিট করতেও আমার ঘন্টাখানেক লাগে।

এরপরে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয়া মদ খাওয়ামূলক সময় কাটানোর জন্য খুব অল্প সময়ই আমার হাতে থাকে। বহু কস্ট হইলেও চেস্টা করি এই ৪৮ ঘন্টার মধ্যেই সবকিছু ঠিকঠাক মেইন্টেইন করার, যা হয়তো অনেক সময় পারিও না।

এই কারনে আমার মাসের হিসাব হয় পনেরো দিনে। আমার কালকে মানে আপনেদের হিসাবে পরশুও হইতে পারে আবার তরশুও হইতে পারে।

ফলে, আমার লগে সোশ্যাল কমিউনিকেশন লেখা চাওয়া ডেট করা ইত্যাদি আমার দিনলিপির হিসাবমতো করবেন। নইলে সবকিছুতে কাবজাব লেগে গেলে কর্তৃপক্ষ দায়ি থাকবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়