শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জমে উঠেছে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের লড়াই

স্পোর্টস ডেস্ক: [২] প্রাণঘাতি করোনাভাইরাস চলাকালে রেকর্ড সময়ের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ইতোমধ্যেই জয় করে নিয়েছে লিভারপুল। শিরোপা লড়াই শেষ হলেও আরও একটি লড়াই জমে উঠেছে। তা হলো গোল্ডেন বুট জয়ের লড়াই।

[৩] চ্যাম্পিয়ন লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহও জিততে পারবেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। তবে সেক্ষেত্রে তাকে চেষ্টা করতে হবে লিস্টার সিটির জেমি ভার্ডিকে টপকানোর। কারণ, এ মুহূর্তে গোলদাতা তালিকার শীর্ষে অবস্থান করছেন ভার্ডি। তাকে টপকাতে সালাহকে লিগের বাকি ম্যাচে অন্তত চারটি গোল করতে হবে।

[৪] আর্সেনাল তারকা পিয়েরে আউবামেয়াংও একহাত দিয়ে রেখেছেন সম্মানজনক এ পুরস্কারে। গত আসরে ২২টি করে গোল নিয়ে সালাহ ও সাদিও মানের সঙ্গে এ পুরস্কার ভাগাভাগি করেছিলেন তিনি। ২০ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন এ গানার তারকা।

[৫] মৌসুমে অসাধারণ এক অভিযান রচনা করছেন সাউদাম্পটনের ডার্ক হর্স ড্যানি ইনজিস। সালাহর সমান ১৯ গোল নিয়ে যৌথভাবে তালিকার তৃতীয় অবস্থানে আছেন তিনি।

[৬] এছাড়া ১৬টি করে গোল নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরো এবং লিভারপুলের সাদিও মানে। এক গোল কম (১৫ গোল) করে নিয়ে যৌথভাবে পঞ্চম অবস্থানে রয়েছেন উলভেসের জিমেনজা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মার্টিয়াল ও রাসফোর্ড। চেলসির আব্রাহাম ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং গোল করেছেন ১৪টি করে। আসরে ১৩টি করে গোল করেছেন এভারটনের কালভার্টলুইস ও টটেনহ্যামের হ্যারি কেন।

[৭] এভারটনের রিচার্লিসন গোল করেছেন ১২টি, আর ১১টি করে গোল করেছেন সিটির ডি ব্রæইনে, গ্যাব্রিয়েল জেসুস, নরউইচ সিটির পুক্কি ও বার্নলির উড। আর চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ এখণ পর্যন্ত গোল করেছেন ১০টি।
- টেন স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়