শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হজ্ব ক্যাম্পে আইসোলেশনে থাকা প্রবাসীদের কোনো স্ক্যানিংই হয়নি: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [৩] বিবিসি বাংলাকে উদ্ধৃত করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের তরফ থেকে বলা হচ্ছে বিদেশ থেকে যারা ফেরত আসছেন তাদের স্ক্যানিং যে টেস্ট সেই টেস্টে সবাই করোনামুক্ত। অথচ বিবিসি বাংলার একজন সাংবাদিক তিনি হজ্ব ক্যাম্পে গিয়ে যাত্রীদের একজনকে জিজ্ঞাসা করে এ তথ্য পেয়েছেন।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেখেন, কতটা উদাসীন ও দায়িত্বহীন হতে পারে এই স্বাস্থ্য অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারি এবং সরকার। এতো ঘটনার পরেও এই হাজার হাজার মানুষের মৃত্যু, লাখ লাখ লোক আক্রান্ত হওয়ার পরে যখন জীবন-জীবিকা সব কিছু ওলোট-পালট হয়ে যাচ্ছে সেই সময়েও তারা ন্যুনতম যে দায়িত্ব সেটা পালন করছে না।

[৪] বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের যেহেতু জনগণের সাথে সম্পর্ক নেই, জনগণের জীবন-জীবিকার প্রতি তাদের কোন দায়িত্ববোধ নেই। সেই কারণে তাদের দিকে তাঁকিয়ে থেকে বাংলাদেশের অগণিত মানুষ তারা এই ভয়াবহ ভাইরাস থেকে রক্ষা পাবে না।

[৫] মির্জা ফখরুল বলেন, বিশ্বে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, এটা অলরেডি গ্লোবাল মিডিয়াতে চলে গেছে। এখন বাংলাদেশ থেকে কোনো মানুষের বিদেশে যেতে পারবেন না। সব এয়ারলাইন্সগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। এটা বড় রকমের একটা অ্যাডভান্স ইম্পেক্ট ইকোনমীতেও পড়বে। এর দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে এই সরকারের। কারণ আমরা টেলিভিশনের ছবিতে যা দেখলাম- এই সাহেদ সাহেব তিনি সরকারের সব মন্ত্রী, দলের শীর্ষনেতাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্ক। এটা একটা না, এমন বহু ঘটনা আছে। স্বাস্থ্য অধিদপ্তরে দেখলাম, একজন মিঠু সাহেব যাকে বলা হচ্ছে তিনি নাকী গোটা স্বাস্থ্য্ অধিদপ্তরকে গিলে ফেলেছেন।

[৬] খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাকে বলা হয়েছে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে না। অথচ তার চিকিৎসাটা এখন বিদেশে সবচেয়ে বেশি প্রয়োজন।

[৭] শুক্রবার বিকালে উত্তরার নিজের বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে সিলেটে এমএ হক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধনকালে বিএনপি মহাসচিব একথা বলেন।

সিলেট জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েস লোদীর পরিচালনায় ভার্চুয়াল এই আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হাসান জীবন, কলিম উদ্দিন মিলন, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সভাপতি আলী আহমদ, প্রয়াত এমএ হকের ছেলে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হকসহ মহানগর নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়